TRENDING:

Mahua Moitra: মহুয়া মৈত্রদের আইফোন হ্যাক! এবার কি অ্যাপল-কেও তলব স্ট্যান্ডিং কমিটির? তরজা তুঙ্গে

Last Updated:

শশী, মহুয়াদের আইফোন হ্যাকের চেষ্টার অভিযোগের পর মঙ্গলবারই তদন্তের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, টেক জায়ান্ট অ্যাপলকেও বাস্তব এবং সঠিক তথ্য দিয়ে তদন্তে সহযোগিতা করতে বলে কেন্দ্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: মহুয়া মৈত্র, শশী থারুরদের আইফোন হ্যাক করার চেষ্টা করছে কেন্দ্র। এমন অভিযোগে এখন সরগরম জাতীয় রাজনীতি। বিরোধীদের অ্যাপল মোবাইলের ‘হ্যাকিং’ সংক্রান্ত সতর্কতামূলক বার্তা আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক৷ সেই সতর্কবার্তার স্ক্রিনশট পোস্ট করেছেন শশী, মহুয়ারা। যদিও বিরোধী দলের নেতাদের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র। পাল্টা তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। এসবের মধ্যেই চাউর হয়ে যায়, এই বিতর্কে অ্যাপলকে হাজিরার নির্দেশ দিয়েছে সংসদের স্ট্যান্ডিং কমিটি। তবে সংসদের আইটি প্যানেলের প্রধান প্রতাপ রাও যাদব সিএনএন-নিউজ১৮-কে জানিয়েছেন, ‘‘অ্যাপলকে তলব করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে, এখনও কোনও সিদ্ধান্ত হয়নি’’।
advertisement

কমিটির সচিবালয়ের এক কর্মকর্তাও বলেন, ‘‘এই প্রসঙ্গে কমিটির সচিবালয় ভীষণভাবে উদ্বিগ্ন। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তথ্য প্রযুক্তি সম্পর্কিত স্থায়ী কমিটি বেশ কয়েকজন আসন্ন বৈঠকে অ্যাপলের প্রতিনিধিদের তলব করার কথা ভাবছে।’’

আরও পড়ুন: মদের বোতলের গায়েও এবার ‘QR Code’! মদের বিক্রি নিয়ে বিরাট পদক্ষেপ আবগারি দফতরের

শশী, মহুয়াদের আইফোন হ্যাকের চেষ্টার অভিযোগের পর মঙ্গলবারই তদন্তের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, টেক জায়ান্ট অ্যাপলকেও বাস্তব এবং সঠিক তথ্য দিয়ে তদন্তে সহযোগিতা করতে বলে কেন্দ্র।

advertisement

কংগ্রেসের লোকসভার সাংসদ এবং আইটি কমিটির সদস্য কার্তি চিদম্বরম এই প্রসঙ্গে চিঠি পাঠিয়েছেন আইটি কমিটির চেয়ারম্যানকে। চিঠিতে তাঁর আবেদন, ‘‘একাধিক সাংসদ সদস্যের অভিযোগের ভিত্তিতে অ্যাপলকে প্যানেলের সামনে তলব করা হোক।’’ পাশাপাশি, সাক্ষী হিসেবে তিনি সাংসদদের জবানবন্দি নেওয়ার দাবিও জানিয়েছেন।

advertisement

এসবের মধ্যেই মঙ্গলবার একটি বিবৃতি জারি করেছে অ্যাপল। সেখানে টেক জায়ান্ট সংস্থা জানিয়েছে, সাংসদদের ফোনে যাওয়া মেসেজের সঙ্গে ‘রাষ্ট্র স্পনসর্ড’ হ্যাকিংয়ের কোনও সম্পর্ক নেই। বিরোধী সাংসদদের মোবাইলে ‘রাষ্ট্র পোষিত হ্যাকাররা আপনার ফোন হ্যাক করার চেষ্টা করছে’ এমন বার্তা আসার পরের দিনই এই বিবৃতি জারি করে অ্যাপল।

আরও পড়ুন: সামনে রাখা মেরুন ডায়েরি… কে এই ‘বালু’? দফায় দফায় ইডি-র জেরার মুখে মন্ত্রী জ্যোতিপ্রিয়! তলব ঘনিষ্ঠদেরও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট আসে ভোট যায়, কিন্তু ভোগান্তি যায় না! লোহাদহ ঘাটে ঝুঁকির যাত্রা, সেতুর দাবি
আরও দেখুন

প্রসঙ্গত অভিযোগ, কংগ্রেসের শশী থারুর, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, আম আদমি পার্টির রাঘব চাড্ডাদের ফোনে অ্যাপলের তরফে একটি মেসেজ পাঠানো হয়। সেই মেসেজের স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে শেয়ার করেন তাঁরা। স্ক্রিনশটে লেখা, ‘অ্যাপল মনে করছে আপনাকে রাষ্ট্র পোষিত হ্যাকাররা নিশানা করেছে। আপনার আইফোন হ্যাক করার চেষ্টা হচ্ছে’।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra: মহুয়া মৈত্রদের আইফোন হ্যাক! এবার কি অ্যাপল-কেও তলব স্ট্যান্ডিং কমিটির? তরজা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল