কমিটির সচিবালয়ের এক কর্মকর্তাও বলেন, ‘‘এই প্রসঙ্গে কমিটির সচিবালয় ভীষণভাবে উদ্বিগ্ন। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তথ্য প্রযুক্তি সম্পর্কিত স্থায়ী কমিটি বেশ কয়েকজন আসন্ন বৈঠকে অ্যাপলের প্রতিনিধিদের তলব করার কথা ভাবছে।’’
আরও পড়ুন: মদের বোতলের গায়েও এবার ‘QR Code’! মদের বিক্রি নিয়ে বিরাট পদক্ষেপ আবগারি দফতরের
শশী, মহুয়াদের আইফোন হ্যাকের চেষ্টার অভিযোগের পর মঙ্গলবারই তদন্তের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, টেক জায়ান্ট অ্যাপলকেও বাস্তব এবং সঠিক তথ্য দিয়ে তদন্তে সহযোগিতা করতে বলে কেন্দ্র।
advertisement
কংগ্রেসের লোকসভার সাংসদ এবং আইটি কমিটির সদস্য কার্তি চিদম্বরম এই প্রসঙ্গে চিঠি পাঠিয়েছেন আইটি কমিটির চেয়ারম্যানকে। চিঠিতে তাঁর আবেদন, ‘‘একাধিক সাংসদ সদস্যের অভিযোগের ভিত্তিতে অ্যাপলকে প্যানেলের সামনে তলব করা হোক।’’ পাশাপাশি, সাক্ষী হিসেবে তিনি সাংসদদের জবানবন্দি নেওয়ার দাবিও জানিয়েছেন।
এসবের মধ্যেই মঙ্গলবার একটি বিবৃতি জারি করেছে অ্যাপল। সেখানে টেক জায়ান্ট সংস্থা জানিয়েছে, সাংসদদের ফোনে যাওয়া মেসেজের সঙ্গে ‘রাষ্ট্র স্পনসর্ড’ হ্যাকিংয়ের কোনও সম্পর্ক নেই। বিরোধী সাংসদদের মোবাইলে ‘রাষ্ট্র পোষিত হ্যাকাররা আপনার ফোন হ্যাক করার চেষ্টা করছে’ এমন বার্তা আসার পরের দিনই এই বিবৃতি জারি করে অ্যাপল।
প্রসঙ্গত অভিযোগ, কংগ্রেসের শশী থারুর, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, আম আদমি পার্টির রাঘব চাড্ডাদের ফোনে অ্যাপলের তরফে একটি মেসেজ পাঠানো হয়। সেই মেসেজের স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে শেয়ার করেন তাঁরা। স্ক্রিনশটে লেখা, ‘অ্যাপল মনে করছে আপনাকে রাষ্ট্র পোষিত হ্যাকাররা নিশানা করেছে। আপনার আইফোন হ্যাক করার চেষ্টা হচ্ছে’।