শ্রীকাকুলাম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, একাদশীর উৎসব চলছিল৷ তাতেই ভক্ত সমাগত বেশি হয়েছিল৷ এর উপরে মন্দিরের ৬ ফুট লম্বা রেলিং ভেঙে গেলে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়৷ পুলিশ সুপার বলেন, ‘‘এটা পদপিষ্ট হওয়ার ঘটনা নয়, দুর্ঘটনা৷ একটা ৬ ফুটের রেলিং ভেঙে গিয়ে এই পরিস্থিতি তৈরি হয়৷’’ এছাড়া, মন্দিরের ভিতরে ঢোকা-বেরনোর পথ একটাই ছিল বলে জানা গিয়েছে৷ পাশাপাশি, মন্দির চত্বরে নির্মাণকাজও চলছিল৷
advertisement
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু জানিয়েছেন, কাশিবুগ্গা শহরে বেসরকারি ভাবে তৈরি হওয়া ভেঙ্কটেশ্বর মন্দিরে কার্তিক মাসে প্রবল ভিড় হওয়ায় একটি ঘটনা ঘটেছে৷ নায়ডু জানিয়েছেন, ওই মন্দির কর্তৃপক্ষ পুলিশের কাছ থেকে কোনও নিরাপত্তা চায়নি৷ নাহলে নিরাপত্তা জনিত ব্যবস্থা করা যেত৷
অন্ধপ্রদেশের শ্রীকাকুলামের একটি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত বহু। একাদশী উপলক্ষে কাসিবুগ্গার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শনিবার প্রবল ভিড় জমান ভক্তরা। সেই ভিড়ের চাপেই ঘটেছে পদদলিত হওয়া ঘটনা। ঠিক কতজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে মৃতের সংখ্যা প্রায় ৯। মর্মান্তিক এই ঘটনায় ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
অন্ধ্রপ্রদেশের রাজ্যপালের দফতর একটি বিবৃতিতে ঘটনার জন্য শোকপ্রকাশ করেছে। বিবৃতিতে জানান হয়েছে, ভক্তদের প্রবল ভিড়ের কারণেই ঘটেছে এই ঘটনা। সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ ঘটনাস্থলে পৌঁছবেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ এবং আহতদের জন্য ৫০,০০০ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
