TRENDING:

Anant-Radhika Wedding Guest List: আজই অনন্ত-রাধিকার বিয়ে, রাজকীয় বিবাহে দেশ-বিদেশের কারা উপস্থিত থাকছেন, রইল বিস্তারিত তালিকা

Last Updated:

Anant-Radhika Wedding Guest List: ভারত এবং বড় বড় অর্থনীতির দেশগুলির রাজনৈতিক স্তর থেকে বর্তমান এবং প্রাক্তন রাজনৈতিক নেতারাও উপস্থিত থাকবেন। এর পাশাপাশি যোগ দেবেন ফরচুন ৫০০ ফার্মগুলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বইঃ শুক্রবার অর্থাৎ ১২ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। আর এই বিবাহ বিশ্ববরেণ্য এবং ভারতীয় নামীদামি ব্যক্তিত্বের অভূতপূর্ব উপস্থিতির সাক্ষী থাকতে চলেছে। এই বিয়েকে ঘিরে সারা বিশ্ব জুড়েই রীতিমতো চর্চা শুরু হয়েছে। আর সবথেকে বড় কথা হল, এই বিবাহ এখন আর শুধুই জমকালো কোনও অনুষ্ঠান নয়, বরং তা বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান মর্যাদার একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে।
advertisement

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট ও তাঁর স্ত্রী শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিবাহের আনন্দে সামিল হতে ভারতে আসছেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, বিশ্বনেতা, শিক্ষাবিদ এবং বিনিয়োগকারীরা।

উদযাপনে উপস্থিত সকল স্তরের নামীদামি ব্যক্তিত্বরা অনুষ্ঠান উদযাপনের সত্যিকারের বিশ্বব্যাপী এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রকৃতিকে প্রতিফলিত করছেন। ভারত এবং বড় বড় অর্থনীতির দেশগুলির রাজনৈতিক স্তর থেকে বর্তমান এবং প্রাক্তন রাজনৈতিক নেতারাও উপস্থিত থাকবেন। এর পাশাপাশি যোগ দেবেন ফরচুন ৫০০ ফার্মগুলিও। যা বিশ্বে ভারতের ক্রমবর্ধমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব প্রদর্শন করবে। আর ভারত এবং বড় অর্থনৈতিক দেশগুলি থেকে বিশ্ববরেণ্য বিনিয়োগকারীদের উপস্থিতি ভারতের ভবিষ্যতের প্রতি বিশ্ববাসীর আস্থার উপর জোর দিচ্ছে।

advertisement

আরও পড়ুনঃ অনন্ত-রাধিকার বিয়েতেই প্রথম ভারত সফর, মুম্বইয়ে এসে কিম লিখলেন ‘হাই ইন্ডিয়া’!

জমকালো এই বিবাহে উপস্থিত থাকতে চলেছেন নামীদামি, দক্ষ শিক্ষাবিদ, বিনিয়োগকারী, উদ্ভাবক এবং চিকিৎসকেরাও। আর বছরের পর বছর ধরে রিলায়েন্স এবং আম্বানিরা যে বুদ্ধিবৃত্তীয় আর বৈজ্ঞানিক সম্পর্কের মেলবন্ধন ঘটিয়েছেন, সেটা প্রতিফলিত হচ্ছে। এই বিবাহ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং মুকেশ আম্বানির আহ্বায়ক ক্ষমতার একটি প্রমাণও হতে চলেছে। যিনি ভারতের অর্থনৈতিক উত্থানে মুখ্য ভূমিকা পালন করেছেন।

advertisement

অতিথি তালিকা

ভারতীয় অতিথি:

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নর লোকেশ, অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন, তেলঙ্গানার বিরোধী নেতা কেটি রামারাও, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কংগ্রেস-সিডব্লউসি সদস্য অভিষেক মনু সিঙ্ঘভি, কংগ্রেস-সিডব্লউসি সদস্য সলমন খুরশিদ, কংগ্রেস-সিডব্লউসি সদস্য দিগ্বিজয় সিং, রাজ্যসভার সদস্য কপিল সিবল, কংগ্রেস-সিডব্লউসি সদস্য সচিন পাইলট।

advertisement

আন্তর্জাতিক অতিথি:

জন কেরি, আমেরিকার রাজনীতিবিদ। টোনি ব্লেয়ার, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী। বরিস জনসন, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী। মাত্তেও রেনজি, ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী। জেবাস্টিয়ান কুর্ৎস, অস্ট্রিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী। স্টিফেন হার্পার, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী। কার্ল বিল্ড্ট, স্যুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী। মোহামেদ নাশিদ, মলদ্বীপের প্রাক্তন প্রধানমন্ত্রী। এইচ ই সামিয়া সুলুহু হাসান, তানজানিয়ার প্রেসিডেন্ট। আমিন নাসের, অ্যারামকোর প্রেসিডেন্ট এবং সিইও। এইচ ই খালদুন আল মুবারক, মুবাদলার সিইও, ম্যানেজিং ডিরেক্টর মারি অকিনক্লস বিপি সিইও। রবার্ট দাদলি, বিপি প্রাক্তন সিইও অ্যারামকোর বোর্ড সদস্য। মার্ক টাকার, এইচএসবিসি হোল্ডিংস পিএলসি-র গ্রুপ চেয়ারম্যান। বার্নার্ড লুনি, বিপি প্রাক্তন সিইও। শান্তনু নারায়েন, অ্যাডোবি সিইও। মাইকেল গ্রাইমজ, মর্গ্যান স্ট্যানলির ম্যানেজিং ডিরেক্টর। জে লি, স্যামসাং ইলেকট্রনিক্সের একজিকিউটিভ চেয়ারম্যান। দিলহান পিল্লে, তেমাসেক হোল্ডিংসের সিইও। এম্মা ওয়ামসলে, গ্ল্যাকসোস্মিথক্লাইন সিইও। ডেভিড কনস্টেবল, ফ্লুওর কর্পোরেশনের সিইও। জিম টিগ, এন্টারপ্রাইস জিপি সিইও। জিয়ানি ইনফ্যান্টিনো, আইওসি সদস্য, ফিফার প্রেসিডেন্ট। জুয়ান অ্যান্তোনিও সামারাঞ্চ, আইওসি ভাইস প্রেসিডেন্ট। গোজি ওকোঞ্জো ইওয়েলা, ডব্লিউটিও ডিরেক্টর-জেনারেল।

advertisement

কিম কার্দাশিয়ান, মিডিয়া পার্সোনালিটি, সোশ্য়ালাইট। ক্লোয়ি কার্দাশিয়ান, মিডিয়া পার্সোনালিটি, সোশ্য়ালাইট। দীনেশ পালিওয়াল, কেকেআর, পার্টনার। লিম চাও কিয়াত, জিআইসি সিইও। মাইকেল ক্লেইন, এম ক্লেইন অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার। বদর মহম্মদ আল-সাদ, কেআইএ ডিরেক্টর। ইয়োশিহিরো হায়াকুটোম, এসএমবিসি সিনিয়র ম্যানেজিং একজিকিউটিভ। খলিল মহম্মদ শরিফ ফোলাতি, এডিআইএ, ভাইস চেয়ারম্যান। পিটার ডায়াম্যান্ডিস, সিঙ্গুলারিটি ইউনিভার্সিটির একজিকিউটিভ চেয়ারম্যান। জয় শেঠি, লেখক পডকাস্টার এবং কোচ জেফ কুনস, আর্টিস্ট। জানুয়ারি ম্যাকাম্বা, ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ইস্ট আফ্রিকান কো-অপারেশন। জেমস টায়াকলেট, লকহিড মার্টিনের সিইও। এরিক ক্যান্টর, মোলিস অ্যান্ড কোম্পানির ভাইস চেয়ারম্যান। এনরিক লো’জ, এইচপি আইএনসি.-র প্রেসিডেন্ট এবং সিইও। বোরহে একহলম, এরিকসন প্রেসিডেন্ট এবং সিইও।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

উইলিয়াম লিনস, বিপি একজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। টোমি উইত্তো, নোকিয়া মোবাইল নেটওয়ার্কসের প্রেসিডেন্ট। ক্লারা উ সায়, জো অ্যান্ড ক্লারা সায় ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা। প্যানো ক্রিস্টু, প্রেট আ ম্যাঙ্গারের সিইও। মাইক টাইসন, আমেরিকার পেশাদার বক্সার। জন সিনা, হলিউড অভিনেতা, পেশাদার কুস্তিগীর। জঁ-ক্লদ ভেন ড্যাম, হলিউড অভিনেতা। কেইনান ওয়ারসামি (কে নান), সঙ্গীতশিল্পী, গীতিকার, র‍্যাপার। ল্যুইস রডরিগেজ (ল্যুই ফনসি), সঙ্গীতশিল্পী। ডিভাইন ইক্যুবর (রেমা), সঙ্গীতশিল্পী ও র‍্যাপার। টোনি সেবা, চিন্তাশীল নেতা। স্যার মার্টিন সোরেল, ডব্লিউপিপি-র প্রতিষ্ঠাতা।

বাংলা খবর/ খবর/দেশ/
Anant-Radhika Wedding Guest List: আজই অনন্ত-রাধিকার বিয়ে, রাজকীয় বিবাহে দেশ-বিদেশের কারা উপস্থিত থাকছেন, রইল বিস্তারিত তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল