সেরকমই একজন খাবার বিক্রেতা অমৃতসরের (Amritsar) ৭৫ বছর বয়সি এক বৃদ্ধ৷ দীর্ঘ দিন ধরে তিনি শিঙাড়া বিক্রি করছেন মাত্র আড়াই টাকায় (Samosa at rs 2.50 only)৷ হৃদয় ছুঁয়ে যাওয়া তাঁর কথা তুলে এনেছেন ফুড ব্লগার সরবজিৎ সিং৷ তাঁর ইনস্টাগ্রাম পেজে বৃদ্ধ শিঙাড়াবিক্রেতাকে নিয়ে ভিডিও পোস্ট করেছেন এই ফুডব্লগার৷
সরবজিৎ ক্যাপশনে লিখেছেন, ‘’৭৫ বছর বয়সি এই বৃদ্ধ মাত্রা আড়াই টাকায় শিঙাড়া বিক্রি করছেন৷ কোথায় তিনি শিঙাড়া বিক্রি করেন, তার হদিশও দিয়েছেন ব্লগার৷ ভিডিওতে দেখা যাচ্ছে সত্তরোর্ধ্ব বৃদ্ধ বসে শিঙাড়া ভাজছেন৷ ভিডিও দেখে বোঝাই যাচ্ছে দোকানের সব কাজ তিনি একা করেন৷ কোনও সহকারী নেই তাঁর৷ পরিশ্রম যতই বেশি হোক না কেন, বৃ্দ্ধের মুখের হাসিটি কিন্তু অমলিন৷
advertisement
আরও পড়ুন : ৬০ কেজি সোনা দান অজ্ঞাতপরিচয় দাতার! নবরূপে স্বর্ণসাজে সেজে উঠছে কাশী বিশ্বনাথ মন্দির
অগ্নিমূল্যের এই বাজারে এত কম দামে খাবার বিক্রি করা সত্যি কুর্নিশযোগ্য৷ তাঁর কাজ জয় করেছেন নেটিজেনদের মন৷ ইনস্টাগ্রামে ভিডিওটি দর্শনসংখ্যা পৌঁছেছে দেড় লাখের কাছাকাছি৷ নেটিজেনরা মন্তব্যবাক্সে অভিবাদন জানিয়েছেন বৃদ্ধকে৷
আরও পড়ুন : শুধু কয়েকটা তুলসিপাতা, দূর হবে আপনার ত্বকের সব সমস্যা
আরও পড়ুন : থাইরয়েডে ভুগছেন? এই জুস থাইরয়েড নিয়ন্ত্রণে সাহায্য করবে!
একজন মন্তব্যবাক্সে লিখেছেন, আজ থেকে ১১ বছর আগে তাঁর স্কুলজীবনে তিনি এই বৃদ্ধের দোকান থেকে শিঙাড়া কিনে খেতেন৷ সে সময় দাম ছিল ১ টাকা৷ এক দশক পেরিয়ে তিনি খাবারের দাম বাড়িয়েছেন মাত্র দেড় টাকা৷ তাঁকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা৷