Tulsi in Skincare: শুধু কয়েকটা তুলসিপাতা, দূর হবে আপনার ত্বকের সব সমস্যা

Last Updated:
আমরা অনেকেই জানি না অ্যান্টি ইনফ্লেম্যাটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের জন্য ত্বকের সমস্যাতেও তুলসিপাতার মতো সমাধান বিরল৷(Tulsi in Skincare)
1/6
তুলসিপাতা দীর্ঘ দিন ধরেই আয়ুর্বেদশাস্ত্রে সমাদৃত ওষধি হিসেবে৷ তবে আমরা অনেকেই জানি না অ্যান্টি ইনফ্লেম্যাটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের জন্য ত্বকের সমস্যাতেও তুলসিপাতার মতো সমাধান বিরল৷(Tulsi in Skincare)
তুলসিপাতা দীর্ঘ দিন ধরেই আয়ুর্বেদশাস্ত্রে সমাদৃত ওষধি হিসেবে৷ তবে আমরা অনেকেই জানি না অ্যান্টি ইনফ্লেম্যাটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের জন্য ত্বকের সমস্যাতেও তুলসিপাতার মতো সমাধান বিরল৷(Tulsi in Skincare)
advertisement
2/6
অন্যান্য উপাদানের সঙ্গে তুলসিপাতা মেশালে এর গুণাগুণ সর্বোত্তম ভাবে পাওয়া যায়৷ ত্বকে ম্যাজকের মতো কাজ করে তুলসিপাতা৷ ফেসপ্যাকে মিশিয়ে বা সরাসরি, যে কোনওভাবে ব্যবহার করা যায় তুলসিপাতা৷
অন্যান্য উপাদানের সঙ্গে তুলসিপাতা মেশালে এর গুণাগুণ সর্বোত্তম ভাবে পাওয়া যায়৷ ত্বকে ম্যাজকের মতো কাজ করে তুলসিপাতা৷ ফেসপ্যাকে মিশিয়ে বা সরাসরি, যে কোনওভাবে ব্যবহার করা যায় তুলসিপাতা৷
advertisement
3/6
তৈলাক্ত ত্বকে ব্রণ ও অ্যাকনের সমস্যা সবথেকে বেশি তীব্র হয়ে দেখা দেয়৷ নিম ও তুলসির গুণ কমিয়ে ব্রণ, অ্যাকনে-সহ তৈলাক্ত ত্বকের সব সমস্যা৷
তৈলাক্ত ত্বকে ব্রণ ও অ্যাকনের সমস্যা সবথেকে বেশি তীব্র হয়ে দেখা দেয়৷ নিম ও তুলসির গুণ কমিয়ে ব্রণ, অ্যাকনে-সহ তৈলাক্ত ত্বকের সব সমস্যা৷
advertisement
4/6
ত্বকের বর্ণ যতি প্রাকৃতিক উপায়ে ভাল করতে চান, তাহলে তৈরি করুন ওটস ও তুলসির প্যাক৷ ওটসে আছে অ্যান্টি ইনফ্লেম্যাটরি ও অ্যান্টি অক্সিড্যান্ট গুণ সরিয়ে দেয় মৃত কোষ৷ মোলায়েম ভাবে স্ক্রাবিংও করে৷
ত্বকের বর্ণ যতি প্রাকৃতিক উপায়ে ভাল করতে চান, তাহলে তৈরি করুন ওটস ও তুলসির প্যাক৷ ওটসে আছে অ্যান্টি ইনফ্লেম্যাটরি ও অ্যান্টি অক্সিড্যান্ট গুণ সরিয়ে দেয় মৃত কোষ৷ মোলায়েম ভাবে স্ক্রাবিংও করে৷
advertisement
5/6
তুলসির সঙ্গে মুলতানি মাটি মিশিয়েও ফেসপ্যাক বানাতে পারেন৷ বাড়তি তেল শুষে নিয়ে ত্বককে পেলব করে তোলে৷ তুলসির অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ অ্যাকনে কমিয়ে দেয়৷ মুছে দেয় ত্বকের উপর পুরনো ক্ষতর দাগ৷ তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী মুলতানি মাটি ও তুলসির প্যাক৷
তুলসির সঙ্গে মুলতানি মাটি মিশিয়েও ফেসপ্যাক বানাতে পারেন৷ বাড়তি তেল শুষে নিয়ে ত্বককে পেলব করে তোলে৷ তুলসির অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ অ্যাকনে কমিয়ে দেয়৷ মুছে দেয় ত্বকের উপর পুরনো ক্ষতর দাগ৷ তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী মুলতানি মাটি ও তুলসির প্যাক৷
advertisement
6/6
তুলসি ও পুদিনার প্যাক ইনফ্লেম্যাশন ও ত্বকের লালচে ভাব কমিয়ে দেয়৷ পুদিনাপাতার ঠান্ডা স্পর্শ ত্বকে তরতাজা ভাব যোগ করে৷ পাশাপাশি বজায় রাখে ত্বকের উজ্জ্বলতাও৷
তুলসি ও পুদিনার প্যাক ইনফ্লেম্যাশন ও ত্বকের লালচে ভাব কমিয়ে দেয়৷ পুদিনাপাতার ঠান্ডা স্পর্শ ত্বকে তরতাজা ভাব যোগ করে৷ পাশাপাশি বজায় রাখে ত্বকের উজ্জ্বলতাও৷
advertisement
advertisement
advertisement