নেটওয়ার্ক ১৮-এর গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীকে সোমবার আহমেদাবাদে দেওয়া একটি সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
আরও পড়ুন: ২৪-এ আগের থেকেও ভাল ফল করবে বিজেপি, বাংলা নিয়ে আশাবাদী অমিত শাহ
গুজরাতে একটানা সপ্তমবার ক্ষমতায় ফেরা লক্ষ্য বিজেপি-র৷ নির্বাচনের আগে অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, 'বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে ভূপেন্দ্র প্যাটেলই আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন৷'
advertisement
গত বছর সেপ্টেম্বর মাসে বিজয় রূপানিকে সরিয়ে ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায় বিজেপি৷ এবারেও ঘাটলোডিয়া আসন থেকেই ভোটে লড়ছেন ভূপেন্দ্র প্যাটেল৷ যদিও প্রথমে শোনা গিয়েছিল, এবারের নির্বাচনে লড়তে চান না ভূপেন্দ্র৷
আরও পড়ুন: গুজরাতের মানুষ তৃতীয় পক্ষ দ্বারা প্রভাবিত হননি, রাজ্যবাসীর প্রতি ভরসার সুর শাহের গলায়
ইতিমধ্যেই নিজেদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ইসুধান গঢভির নাম জানিয়ে দিয়েছে আম আদমি পার্টি৷ যদিও কংগ্রেস মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কারও নাম ঘোষণা করেনি৷
গুজরাতের ১৮২টি আসনের জন্য দু' দফায় ১ এবং ৫ ডিসেম্বর ভোট গ্রহণ হবে৷ ভোটের ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর৷ ২০১৭ সালের নির্বাচনে জিততে অবশ্য বেশ কিছুটা বেগ পেতে হয়েছিল বিজেপি-কে৷ বিজেপি-র আসন সংখ্যা কমে দাঁড়ায় ৯৯৷ অন্যদিকে কংগ্রেসের আসন সংখ্যা বেড়ে হয় ৭৭৷ গত নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার মোদি- শাহের রাজ্যে অনেক সতর্ক বিজেপি৷