২৪-এ আগের থেকেও ভাল ফল করবে বিজেপি, বাংলা নিয়ে আশাবাদী অমিত শাহ

Last Updated:

কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু, ওড়িশায় রেজাল্ট ভাল হবে বলে মনে করেন শাহ৷ সেখানেই উঠে আসে বাংলার প্রসঙ্গ৷ তাঁর আশা, ২৪-এ পশ্চিমবঙ্গে ১৮ আসন পেরিয়ে যাবে৷ 

 অমিত শাহ, File Photo
অমিত শাহ, File Photo
#নয়াদিল্লি: বাংলার ফল নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু, ওড়িশায় রেজাল্ট ভাল হবে বলে মনে করেন শাহ৷ সেখানেই উঠে আসে বাংলার প্রসঙ্গ৷ তাঁর আশা, ২৪-এ পশ্চিমবঙ্গে ১৮ আসন পেরিয়ে যাবে৷
দীর্ঘ সময় ধরে বিজেপির দখলে গুজরাত। এবার বিধানসভা নির্বাচনের আগে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে দাঁত ফোটাতে মরিয়া অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, সঙ্গে রয়েছে কংগ্রেসও। এরই মধ্যে গুজরাতের আরেক ভূমিপুত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সোমবার নিউজ 18-এর 'গুজরাত অধিবেশন' অনুষ্ঠানে এসে Network18 MD and Group Editor-in-Chief রাহুল জোশীর প্রশ্নের মুখে দাবি করলেন, ''এবার ভোটে সব রেকর্ড ভেঙে যাবে। রেকর্ড ভোটে এবার জিতবে বিজেপি।''  শাহ জানালেন, গুজরাতের মানুষ সাধারণত দু’টি দলের সমীকরণেই ভোট দান করেন৷ এ বারেও তাই হবে৷
advertisement
advertisement
এ বারে গুজরাতের বিধানসভা নির্বাচনের নির্দিষ্ট দিন রয়েছে দুটি৷ ডিসেম্বরের ১ তারিখে ও ৫ তারিখে গুজরাতে বিধানসভার নির্বাচন হবে৷ নির্বাচনের পরে ভোটগণনা হবে ৮ ডিসেম্বর৷ এ বারে বিজেপির প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক৷ বেশকয়েকজন হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী, বিধায়করা এ বার বিধানসভায় প্রার্থী হননি৷ বদলে নবীন প্রজন্মের বেশ কয়েকজন সুযোগ পেয়েছেন৷ উল্টোদিকে এ বারে গুজরাতে আপ-এরও আবির্ভাব হয়েছে৷ সব মিলিয়ে এখন ভোটের রাজনীতিতে উত্তপ্ত রয়েছে গুজরাত৷ সেই পরিস্থিতিতেও অমিত শাহের গলায় আত্মবিশ্বাস যথেষ্টই৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২৪-এ আগের থেকেও ভাল ফল করবে বিজেপি, বাংলা নিয়ে আশাবাদী অমিত শাহ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement