Amit Shah Exclusive Interview || গুজরাতের মানুষ তৃতীয় পক্ষ দ্বারা প্রভাবিত হননি, রাজ্যবাসীর প্রতি ভরসার সুর শাহের গলায়
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির ভূমিকা নিয়ে এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "গুজরাতের মানুষ তৃতীয় পক্ষের ধারণাকে কখনওই মেনে নেয়নি।"
#নয়াদিল্লি: গুজরাতের মানুষ কখনও তৃতীয় পক্ষ দ্বারা প্রভাবিত হয়নি, নিউজ ১৮-এর বিশেষ অনুষ্ঠান ‘গুজরাত অধিবেশন’-এ বিজেপির জয় নিয়ে একপ্রকার সুনিশ্চিত হয়েই একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির ভূমিকা নিয়ে এক প্রশ্নের উত্তরে, Network18-এর এমডি ও গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শাহ জানান, গুজরাতের মানুষের উপর বিশ্বাস তাঁর আছে৷ বাকি কথা ফলাফল বলবে৷
আরও পড়ুন- খুনীর গ্রেফতার চাই! দিনভর গাজোলে পুলিশ-বিজেপি কর্মীদের ধস্তাধস্তি
ডিসেম্বরের ১ ও ৫ তারিখে গুজরাতে বিধানসভার নির্বাচন হবে৷ নির্বাচনের পরে ভোটগণনা হবে ৮ ডিসেম্বর৷ এ বারে বিজেপির প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক৷ তবে এ বারে গুজরাতে আপ-এর আবির্ভাবে ভোটের রাজনীতি বেশ উত্তপ্ত৷ তবে সেই পরিস্থিতিতেও অমিত শাহ বেশ আত্মবিশ্বাসী ৷
advertisement
শাহ আরও বলেন, ‘‘ বিজেপি এই রাজ্যে নিজের সমস্ত নির্বাচনী রেকর্ড ভেঙে সর্বাধিক আসন ও সর্বাধিক ভোটপ্রাপ্ত হয়ে ক্ষমতায় আসবে৷’’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2022 9:04 PM IST