TRENDING:

ভারত বনধে দেশজুড়ে প্রভাব, তড়িঘড়ি কৃষকদের বৈঠকে ডাকলেন অমিত শাহ

Last Updated:

কৃষকদের এ দিনের বনধকে সমর্থন জানিয়েছে অধিকাংশ বিরোধী দল৷ দেশ জুড়ে এই বনধের যথেষ্ট প্রভাব পড়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ডাকা ভারত বনধের দিনই কৃষক সংগঠনের নেতাদের আলোচনায় ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আজ, মঙ্গলবার সন্ধে সাতটায় এই বৈঠক ডেকেছেন তিনি৷ বুধবারই কৃষকদের সঙ্গে ষষ্ঠ দফার আলোচনায় বসার কথা রয়েছে কেন্দ্রীয় সরকারের৷ তার আগে অমিত শাহের এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্য্যপূর্ণ৷
advertisement

কৃষকদের এ দিনের বনধকে সমর্থন জানিয়েছে অধিকাংশ বিরোধী দল৷ দেশ জুড়ে এই বনধের যথেষ্ট প্রভাব পড়েছে৷ কোথাও হাইওয়ে, কোথাও আবার রেল পথ অবরুদ্ধ করেছেন আন্দোলনকারীরা৷ বন্ধ ছিল বহু দোকান, বাজার৷ কৃষকদের আন্দোলনে যেভাবে রাজনৈতিক দলগুলির পাশাপাশি সমাজের বিভিন্ন অংশের মানুষ সমর্থন করছেন, তাতে যথেষ্ট চাপে কেন্দ্র৷ কৃষক বিরোধী ভাবমূর্তি ঝেড়ে ফেলতে মরিয়া মোদি-শাহরা৷

advertisement

এতদিন কৃষকদের সঙ্গে আলোচনা করছিলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলরা৷ কিন্তু তাতে সমাধান সূত্র বের হয়নি৷ বাধ্য হয়েই এবার অমিত শাহ নিজেই আলোচনার টেবলে বসছেন৷ কয়েকদিন আগেই কৃষকদের এই আন্দোলন নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে অমিত শাহ, নরেন্দ্র সিং তোমারদের সঙ্গে জরুরি বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

কৃষক নেতা রাকেশ টিকাইত জানিয়েছেন, 'আজই আমার কাছে একটি ফোন এসেছিল৷ অমিত শাহ একটি বৈঠক ডেকেছেন৷ আমাদের সন্ধে সাতটায় বৈঠকে যোগ দিতে যেতে বলা হয়েছে৷' তাঁরা বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন ওই কৃষক নেতা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভারত বনধে দেশজুড়ে প্রভাব, তড়িঘড়ি কৃষকদের বৈঠকে ডাকলেন অমিত শাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল