আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায় নন, রাষ্ট্রপতি প্রার্থী বাছতে বিরোধীদের বৈঠকে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিযোগ, রাহুল গান্ধি এবং সনিয়া গান্ধির মালিকানাধীন একটি সংস্থা ২০১১ সালে ন্যাশনাল হেরাল্ড-সহ তিনটি সংবাদপত্র ‘অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডে’র কাছ থেকে অধিগ্রহণ করে। রাহুল এবং সনিয়া গান্ধী একাই ওই সংস্থার বিপুল পরিমাণ শেয়ারের মালিক। সেই মামলাতেই রাহুলকে জেরা করছে ইডি। এর আগে প্রথম দুদিন টানা রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রথম দুদিন জিজ্ঞাসাবাদ করার মাঝেও বিশেষ বিরতি নিয়েছিলেন রাহুল। তিনি তদন্তকারী অফিসারদের থেকে অনুমতি নিয়ে গিয়েছিলেন অসুস্থ সনিয়াকে দেখতে। এর পর ফের তৃতীয়দিন রাহুলকে ডাকে ইডি। সেই ডাকের পর রাহুল আলাদা করে ইডির কাছে এক দিন সময় চান, বলেন মা-কে দেখভালের জন্য তাঁর একটা দিন চাই। সেই প্রস্তাব গ্রহণ করে আবারও রাহুলকে পরের দিন ডাকে ইডি। তিনি সেদিন হাজিরা দেন।
advertisement
আরও পড়ুন: নাড্ডার বাড়িতে আজ জরুরি বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীতে মহাচমক বিজেপির?
রাহুলের জিজ্ঞাসাবাদের পাশাপাশি দিল্লিতে চলছে কংগ্রেসের প্রতিবাদও। দিল্লিতে কংগ্রেস নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার দাবি তুলে একের পর এক মিছিল, সভা আয়োজন করছে। এর মধ্যে সেই মিছিল নিয়ে একদিন ধুন্ধুমার বাধে দিল্লিতে। সব মিলিয়ে মঙ্গলবার রাহুলের উপস্থিতি নিয়ে একটা রাজনৈতিক তরঙ্গ তৈরি হতে চলেছে, তা বলাই বাহুল্য।