advertisement
এমনই চক্রের সন্ধান মিলল শ্রীনগরে। এক ব্যক্তি গ্রেফতার করা হয়েছে। তার কাছে থেকে বেশ কতগুলি পেনড্রাইভ, সিডি, ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। হাতে লেখা নোটও পাওয়া গেছে। এই চক্রে শুধু ভারতে জাল বিস্তার করেনি, দেশের বাইরেও রয়েছে এদের যোগাযোগ।
ওই ব্যক্তিকে জেরা করে জানা গেছে, তারা আমেরিকায় বসবাসকারী বাচ্চাদের টার্গেট করেছিল। সেখানকার বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে এই কাজ করার চেষ্টা চলছিল। তারা ভিডিও কল করেও বাচ্চাদের এই ফাঁদে ফেলার চেষ্টা করছিল। তবে ওই ব্যক্তি সফলতা পাননি। তার আগেই পুলিশ গ্রেফতার করে তাঁকে। এর সঙ্গে আরও যারা যারা জড়িত সকলকেই খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই খবর এএনআই তাঁদের ট্যুইটার পেজে ট্যুইট করে জানিয়েছে। তবে এই ধরণের ঘটনা দেশের মধ্যে আর কোথায় হচ্ছে তাও দেখা হচ্ছে। অনেকগুলো পর্ন সাইট ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সব দেশে পর্ন সাইট বন্ধ নয়। এমনকি পর্ন ছবিতে অভিনয় করাও দোষের নয়। তাই দেশে না হলে বিদেশে এই সব ভিডিওর চাহিদা রয়েছে। তাছাড়া চোরা চালানের মতোই লুকিয়ে নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয় এই ধরণের ভিডিও। আর তাতেই রমরমিয়ে চলে ব্যবসা।
