পুলিশ সূত্রে খবর, লকডাউনের কারণে তিন বছরের সাই বর্ধন কিছুদিন আগেই বাবা মায়ের সঙ্গে গ্রামে দিদিমার কাছে এসেছিল ৷ এদিন বিকেলে পরিবারের সকলে মাঠে কাজ করছিল ৷ তাদের সঙ্গে মাঠে এসেছিল তিন বছরের শিশুটিও ৷ সে নিজের মনেই মাঠে খেলছিল ৷ হঠাৎই খেলতে খেলতে সকলের নজর এড়িয়ে কুয়োর জন্য খুঁড়ে রাখা ঢাকা ছাড়া গর্তে পড়ে যায় ৷ পরিবারের লোকেরা খুঁজতে গিয়েই জানতে পারে বাচ্চাটি খোলা গর্তে পড়ে গিয়েছে ৷
advertisement
এরপরই খবর যায় পুলিশের কাছে ৷ উদ্ধারকারী দল জেসিবি নিয়ে পৌঁছায় ঘটনাস্থলে ৷ জানা যায় ১২০ ফুট গভীরে রয়েছে শিশুটি ৷ ক্যামেরা পাঠিয়ে তার উপর নজর রাখছে উদ্ধারকারী দল ৷ গর্তে পাঠানো হচ্ছে অক্সিজেনও ৷ কুয়োর জন্য খুঁড়ে রাখা গর্ত থেকে বাচ্চাটিকে বের করার জন্য ওই গর্তের পাশের আরও একটি গর্ত খোঁড়া হচ্ছে ৷ রাত হয়ে যাওয়ায় লাইট ও নাইটভিশন ক্যামেরা নিয়ে চলছে কাজ ৷
