কুমোরপাড়াগুলিতে সরস্বতী প্রতিমা বানানোর জন্য জোর ব্যস্ততা চলছে। তার মধ্যেই শহর দুর্গাপুর দিতে চলেছে সরস্বতী পুজোয় বড় চমক। সবথেকে বড় সরস্বতী প্রতিমা তৈরি হতে চলেছে দুর্গাপুরে। দুর্গাপুর বিজোন ইস্পাত নগরী নেতাজী ক্লাবের উদ্যোগে তৈরি হচ্ছে ৪০ ফিট-এর সরস্বতী প্রতিমা।
আরও পড়ুন- Purulia News: ফের জাঁকিয়ে শীত, দোসর ঠান্ডা হাওয়া, এক ধাক্কায় তাপমাত্রার পতন
advertisement
প্রসঙ্গত, দুর্গাপুরের নেতাজি ক্লাব বিগত কয়েক বছর ধরে বড় মাপের সরস্বতী প্রতিমা বানিয়ে চমক দিচ্ছে। তবে এ বছর নেতাজি ক্লাবের উদ্যোগে হতে চলেছে সব থেকে বড় সরস্বতী প্রতিমা।
বিগত বছরগুলিতে ২৫ থেকে ৩০ ফিট-এর সরস্বতী প্রতিমা বানিয়ে চমক দিয়েছিল এই ক্লাব। তবে চলতি বছরে তারা উচ্চতার দিক থেকে ছাপিয়ে যাচ্ছে শহরের সমস্ত ক্লাবগুলিকে।
চল্লিশ ফিট-এর সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে নেতাজী ক্লাবের পুজোয়। এবছর তাদের পুজো ১৩ তম বর্ষে পদার্পণ করছে। চলতি বছরে সরস্বতী পুজোয় নেতাজি ক্লাবের বাজেট প্রায় পাঁচ লক্ষ টাকা। পুজোর উদ্বোধন করা হবে ২৫ জানুয়ারি। পুজো চলবে চারদিন। ২৮ জানুয়ারি হবে নিরঞ্জন।
তবে শুধু বড় প্রতিমা নয়, পুজো উপলক্ষে আরও একাধিক আয়োজন করেছে নেতাজি ক্লাব। পুজো উপলক্ষে রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। তাছাড়া এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মানিত করবে নেতাজি ক্লাব।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা দেওয়া হবে নেতাজি ক্লাবের পুজোয়। পাশাপাশি ২৭ জানুয়ারি একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ক্লাবের তরফ থেকে। তারপর ২৮ জানুয়ারি হবে প্রতিমা নিরঞ্জন।
আরও পড়ুন- আবাস যোজনা তালিকা যথাযথ তো? খতিয়ে দেখতে পূর্ব বর্ধমানে কেন্দ্রীয় দল
ইতিমধ্যেই এই বিশাল প্রতিমা তৈরির কাজ দেখতে বহু মানুষ ভিড় করছেন। জানুয়ারি মাসের ২ তারিখ থেকে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। উদ্যোক্তাদের আশা, পুজোর দুদিন আগে প্রতিমা তৈরীর কাজ সম্পন্ন হবে। স্বাভাবিকভাবেই নেতাজী ক্লাবের পুজোকে কেন্দ্র করে উৎসাহ বাড়ছে শহরেরবাসীর।
Nayan Ghosh