আবাস যোজনা তালিকা যথাযথ তো? খতিয়ে দেখতে পূর্ব বর্ধমানে কেন্দ্রীয় দল
- Reported by:Saradindu Ghosh
- Published by:Rukmini Mazumder
Last Updated:
প্রতিনিধি দলে রয়েছে দিল্লির অপারেশন রিসার্চ ইনস্টিটিউটের দুই সদস্য
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় এল কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী আবাস যোজনার পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা। প্রতিনিধি দলে রয়েছে দিল্লির অপারেশন রিসার্চ ইনস্টিটিউটের দুই সদস্য। এছাড়া রয়েছেন কেন্দ্রের উপ-সচিব পদের আধিকারিক, গ্রামোন্নয়ন দফতরের আধিকারিকেরা। বর্ধমান সার্কিট হাউসে থাকবেন তাঁরা। আজ বিকেলে তাঁরা জেলা শাসক ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। আগামিকাল থেকে তাঁরা বিভিন্ন এলাকা পরিদর্শনে যেতে পারেন বলে মনে করছে জেলা প্রশাসন।
গত বছরেও আবাস প্রকল্প খতিয়ে দেখতে জেলায় এসেছিল কেন্দ্রের দল। প্রকল্পে বেশ কিছু অনিয়ম খুঁজে পেয়ে রিপোর্ট জমা দেন তাঁরা। মঙ্গলবার জেলাশাসকের সঙ্গে বৈঠকের পরে 'ন্যাশনাল লেভেল মনিটর্সের' (এনএলএম) সদস্যরা কোন ব্লকে আবাস-পরিস্থিতি দেখতে যাবেন তা চূড়ান্ত হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন তাঁরা। দরকারে নথিপত্রও যাচাই করা হতে পারেন। প্রশাসনের দাবি, আগের দফায় কেন্দ্রীয় দলের সুপারিশ অনুযায়ী যাবতীয় সংশোধনমূলক পদক্ষেপ করা হয়েছে। কেন্দ্রের বিধি মেনে উপভোক্তা বাছাই এবং অনুমোদন দেওয়া হয়েছে।
advertisement
প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় পর্যায় আবাস প্লাসে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ৫৬,৭৫৪ টি বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে। ৩১ মার্চের মধ্যে সে-সব বাড়ি তৈরির কাজ শেষ হওয়ার কথা। তবে এখনও টাকা মেলেনি। সেই টাকা আসার পর তা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। এখনও টাকা না আসায় সময় প্রকল্পের কাজ শেষ করার ব্যাপারে চিন্তিত প্রশাসন।
advertisement
advertisement
প্রধানমন্ত্রী আবাস যোজনায় যোগ্য নয় এমন অনেক ব্যক্তির নাম রয়েছে বলে অভিযোগ ওঠে রাজ্যজুড়ে। তালিকা যথাযথ কিনা তা খতিয়ে দেখতে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে সমীক্ষা করানো হয়। তাতে বহু নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপরও পাকা বাড়ি রয়েছে এমন অনেকের নাম ওই তালিকায় রয়েছে বলে অভিযোগ ওঠে। প্রকৃত প্রাপকরাই এই প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই কেন্দ্রীয় দল আসছে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 17, 2023 3:29 PM IST








