Purulia News: ফের জাঁকিয়ে শীত, দোসর ঠান্ডা হাওয়া, এক ধাক্কায় তাপমাত্রার পতন

Last Updated:

রাজ্য জুড়ে আবারো কমছে তাপমাত্রার পারদ।‌‌‌‌‌পুরুলিয়া জেলা তাপমাত্রার পারদ জানুন  

Purulia News
Purulia News
পুরুলিয়া: জানুয়ারি মাসের শুরুর থেকেই রাজ্য জুড়ে জাঁকিয়ে পড়েছে শীত। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী মকর সংক্রান্তির পর থেকেই শীতের আরো একটি ইনিংস শুরু হয়ে গিয়েছে । কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ দেখা যাচ্ছে। ঠান্ডায় জবুথুবু হয়ে গিয়েছে রাজ্যবাসী । আবহাওয়া দত্ত সূত্রের খবর আপাতত শীত বহাল থাকবে । উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকতে পারে। যদিও দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা কতখানি থাকবে তা নিয়ে স্পষ্ট কিছু পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।
পুরুলিয়া জেলার ঠান্ডা বরাবরই বিখ্যাত। তাই শীতের মরসুমে পর্যটকেরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে বেড়াতে চলে আসেন ঠান্ডা উপভোগ করতে । আবারো কমছে তাপমাত্রার পারদ ।‌ মঙ্গলবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে।
তাই শীতের প্রস্তুতি নিচ্ছে পুরুলিয়া। বিগত কয়েকদিনে তাপমাত্রার পারদ কিছুটা হলেও বেড়েছিল। মকর সংক্রান্তি প্ররোতে না পেরোতেই আবারো কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। ঠান্ডার হাত থেকে রেহাই পেতে আগুন পোহাতে ও চায়ের দোকানে ভিড় জমাতে দেখা যাচ্ছে শহরবাসীকে।
advertisement
advertisement
আরও পড়ুন: Birbhum News: জয়দেব মেলায় বাউল গানের আসর, বছরের পর বছর টানছে সঙ্গীতপ্রেমীদের
চিকিৎসকেরা ও আবহাওয়াবিদরা পরামর্শ দিচ্ছেন, এই প্রবল ঠান্ডা থেকে রেহাই পেতে মোটা সোয়েটার , মাথা , গলা , হাত ও পা ঢাকা পোশাক পরার। পাশাপাশি হিটার ব্যবহারের সময় ন্যূনতম হাওয়া চলাচলের ব্যবস্থা রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে যাতে করে বিষাক্ত গ্যাসে কেউ অসুস্থ না হয়ে পড়েন। এছাড়া প্রয়োজন ব্যাতিত বাইরে অযথা না বেরোনোর পরামর্শ দিচ্ছেন তারা।
advertisement
আরও পড়ুন: Malda News: আবহাওয়ার বিরাট বদল, শীতের মধ্যে এই জেলায় বৃষ্টির পূর্বাভাস
মানুষকে সচেতনতার থাকার জন্য বার বার আবেদন রাখা হচ্ছে ।‌ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভব ঘুরে ও আশ্রয়হীন মানুষেরা।‌ তীব্র ঠান্ডার কারণে তারা অনেকখানি সমস্যার সম্মুখীন হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: ফের জাঁকিয়ে শীত, দোসর ঠান্ডা হাওয়া, এক ধাক্কায় তাপমাত্রার পতন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement