রিপোর্ট অনুযায়ী, ভারতে তিন ব্যক্তির দেহে ওমিক্রন বিএফ.৭-এর খোঁজ পাওয়া গিয়েছে। আক্রান্তদের মধ্যে দু'জন গুজরাত এবং একজন ওড়িশার বাসিন্দা।
চিনে ইতিমধ্যেই এই ভ্যারিয়ান্ট মাথাচাড়া দিয়ে উঠেছে। এ বার ভারতেও ওমিক্রন বিএফ.৭-এর হানা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই সতর্কতা অবলম্বন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। এ বিষয়ে একটি বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। সেখানে তিনি জানান, বর্তমানে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে এই ভাইরাসের নতুন ভ্যারিয়ান্টের দিকে নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: করোনা বিধি না মানলে বন্ধ ভারত জোড়ো যাত্রা! রাহুল গান্ধিকে চিঠি স্বাস্থ্য় মন্ত্রী মাণ্ডব্য়র
চিনে যে বিপুল পরিমাণ সংক্রমণ দেখা দিয়েছে, তাতে বলা চলে, এটির সবচেয়ে বেশি সংক্রমণ ক্ষমতা রয়েছে৷ খুব দ্রুত সাধারণ মানুষকে এটি সংক্রমিত করে দিতে পারে৷ টিকা নির্বিশেষে এটি সাধারণ মানুষকে আক্রমণ করছে৷