ছত্তিশগড়ের কোরবাতে গণধর্ষণের অভিযোগ উঠল। ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, যার মধ্যে ছিল পুলিশের জরুরি পরিষেবার গাড়ির চালকও। সংবাদমাধ্যম পিটিআইতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওই দুই ব্যক্তির মধ্যে পুলিশের হেল্পলাইনে ফোন করা গাড়ির চালকও রয়েছে।
advertisement
আরও পড়ুন: ভোটের মুখে শুধু বন্দে ভারত নয়, অমৃত ভারত-সহ একগুচ্ছ ট্রেন পাচ্ছে বাংলা! রইল তালিকা
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ৮ জানুয়ারির রাতে। পাঁচ অভিযুক্তের মধ্যে একজন, নির্যাতিতাকে ফোন করে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান। পুলিশ জানিয়েছে, ড্রাইভার এবং আরও চারজন পালা করে মেয়েটিকে ধর্ষণ করে।
এই ঘটনার পরে অভিযুক্তরা পালিয়ে যায় এবং মেয়েটিকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। পরে মেয়েটি কোনওভাবে বাড়ি ফিরে আসে এবং তার পরিবারের কাছে পুরো ঘটনা জানায়। এরপর তার পরিবার তাকে মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং পরে পুলিশকে খবর দেয়।
প্রথমে এই মামলাটি সিভিল লাইন্স থানায় জিরো FIR হিসেবে শুক্রবার নথিভুক্ত করা হয়, পরে আরও তদন্তের জন্য এটি বাঁকিমোগরা থানায় পাঠানো হয়। কোরবার পুলিশ সুপার জানিয়েছেন, দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। বাকি তিন অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
