TRENDING:

Nadia News: মদ্যপান করে নদীতে স্নান করতে নামা কাল হল যুবকের

Last Updated:

নিখোঁজ তন্ময় বসাকের বাড়ি নদিয়ার ফুলিয়ার মাঠপাড়ায়। পেশায় শাড়ি ব্যবসায়ী। এই দুর্ঘটনার পর তন্ময়ের বন্ধুরাই পুলিশকে খবর দেয়। জেরায় তাঁরা স্বীকার করেছে, প্রত্যেকে অল্প বিস্তর মদ্যপান করেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: মদ্যপান করে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক। শুক্রবার বিকেলে তন্ময় বসাক (৩২) নামে ওই যুবক চার বন্ধুকে সঙ্গে পিকনিক করবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর তাঁরা মদ্যপান করেন। তারপর ফুলিয়ার বিহারিয়া মঠপাড়া সাধুর ঘাটে তন্ময় ও আরও দুই বন্ধু স্নান করতে নামে। বাকি দু’জন অবশ্য পাড়ে বসেছিল। সেখানেই টাল সামলাতে না পেরে তন্ময় বসাক তলিয়ে যান। এখনও তাঁর দেহ উদ্ধার হয়নি। বিপর্যয় মোকাবিলা দফতরের টিম ওই যুবকের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে।
advertisement

আরও পড়ুন: নড়বড়ে সেতুর উপর দিয়েই যাতায়াত, যে কোনও সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা

নিখোঁজ তন্ময় বসাকের বাড়ি নদিয়ার ফুলিয়ার মাঠপাড়ায়। পেশায় শাড়ি ব্যবসায়ী। এই দুর্ঘটনার পর তন্ময়ের বন্ধুরাই পুলিশকে খবর দেয়। জেরায় তারা স্বীকার করেছে, প্রত্যেকে অল্প বিস্তর মদ্যপান করেছিলেন। সেই অবস্থাতেই নদীতে স্নান করতে নামে। কিন্তু বিকেলে ঝড়ো হাওয়া শুরু হতেই টাল সামলাতে না পেরে হঠাৎই তলিয়ে যায় তন্ময়। এর কিছুক্ষণের মধ্যেই কালবৈশাখী ঝড় আছড়ে পড়ায় তারা নদীতে নেমে তন্ময়ের খোঁজ করতে পারেনি বলে দাবি বন্ধুদের।

advertisement

View More

নিখোঁজ যুবকের বন্ধুদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। ছুটে আসে ওই যুবকের পরিবারের সদস্যরাও। কিন্তু শুক্রবার রাত পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকাল থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ও ডুবুরি নামিয়ে নদীতে তার সন্ধান শুরু হয়। নদী কিছুটা উত্তাল থাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধে হওয়ার আগে পর্যন্ত অনুসন্ধান চলবে। অন্ধকার নেমে গেলে খোঁজার কাজ থামিয়ে দিতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: মদ্যপান করে নদীতে স্নান করতে নামা কাল হল যুবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল