দীর্ঘ দুই বছর পর আবারও বাঙালির উৎসব পুরোনো ছন্দে ফেরাতে খুশি ক্রেতা থেকে বিক্রেতা উভয়েই। সূক্ষ্ম কারুকার্য করা প্রথাগত রাখি তো রয়েছেই এছাড়াও বর্তমানে পাওয়া যায় ছোটদের পছন্দসই হরেক রকম কার্টুনের চরিত্রের রাখি।
আরও পড়ুনঃ মহাপ্রভুকে দোলনায় চাপিয়ে পালন করা হল ঝুলন যাত্রা উৎসব
আবার পরিবেশ সচেতনতার কথা মাথায় রাখতে অনেকেই রাখির দিন সকালে কিনে থাকেন টাটকা ফুল দিয়ে বানানো পরিবেশ বান্ধব রাখি। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে রাখি বন্ধন উৎসবের এই দুইদিন আনন্দে মেতে থাকবে আপামর বাঙালি। উল্লেখ্য, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন।
advertisement
আরও পড়ুনঃ চূর্ণি নদীতে ভাসছে মৃত মাছের ঝাঁক! প্রতিবাদ রানাঘাটে
তিনি কলকাতা, ঢাকা, সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহবান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। সেই থেকেই গোটা দেশ জুড়ে আজও পালন করা হয়ে থাকে একতার শ্রেষ্ঠ রাখি বন্ধন উৎসব।
Mainak Debnath