বেশ কয়েক বছর আগে হালিশহরে মোনালিসার বিয়ে হয়। তাঁর স্বামী পেশায় পাইলট। যদিও তার স্বামীর সঙ্গে বর্তমানে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। মোনালিসার দাদা জানান, পায়রাডাঙাতে রয়েছে তাঁদের আদি বাড়ি এবং কর্মসূত্রে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে একটি ভাড়া বাড়িতে তিনি থাকেন। ছোটবেলায় নদিয়ার পায়রাডাঙার স্কুলেই পড়াশোনা করেছেন মোনালিসা। এরপর চাকদহ কলেজ থেকে গ্রাজুয়েট হন এবং পরবর্তীকালে কল্যাণী ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতকোত্তর এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে পিএইচডি করেন।
advertisement
আরও পড়ুন: '৩৫ বছর গান গাইছি, দিদিই প্রথম সম্মান দিলেন', বঙ্গবিভূষণ পেয়ে আবেগাপ্লুত কুমার শানু
আরও পড়ুন: শ্রাবণ সোমবারে জল ঢালতে বেরিয়েছিল ৯ জনের দল, পথে মর্মান্তিক মৃত্যু ২ ভক্তের
মোনালিসার দাদা মানস দাস বলেন, "কলকাতায় আমাদের একটি ফ্ল্যাট রয়েছে, তাও মায়ের নাম এবং মোনালিসা যেই ফ্ল্যাটটি কলকাতায় কিনেছে সেটিও ব্যাঙ্ক মারফত লোন নিয়েই। যদিও এখনও সেই ফ্ল্যাট হাতে পায়নি।" বর্তমানে মোনালিসা পারিবারিক বিশেষ কাজে কলকাতার বাইরে রয়েছেন বলে জানিয়েছেন তাঁর দাদা। জানা গিয়েছে, মোনালিসার প্রায়ই যাতায়াত ছিল দাদার বাড়িতে।
Mainak Debnath