Sawan Somvar 2022|| শ্রাবণ সোমবারে জল ঢালতে বেরিয়েছিল ৯ জনের দল, পথে মর্মান্তিক মৃত্যু ২ ভক্তের

Last Updated:

Sawan Somvar 2022 Major Accident at Purbasthali: পূর্বস্থলীর জামালপুরে বুড়োরাজ মন্দিরে শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে বাবার মাথায় জল ঢালতে আসেন লক্ষ লক্ষ ভক্ত। আজ সোমবারও তার ব্যতিক্রম হয়নি।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#পূর্বস্থলী: পূর্বস্থলীর জামালপুরে বুড়োরাজ মন্দিরে শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে বাবার মাথায় জল ঢালতে আসেন লক্ষ লক্ষ ভক্ত। আজ সোমবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু সাত সকালে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় ৪ জন ভক্তের ওপর দিয়ে চলে যায় গাড়ি। ঘটনা মৃত্যু হয়েছে ২ জনের, আহত আরও ২। মৃতেরা হলেন সমীর ঘোষ এবং অসিত ঘোষ।
প্রসেনজিৎ ঘোষ ও বাপ্পা ঘোষ গুরুতর আহত অবস্থায় প্রথমে পূর্বস্থলী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, সোমবার শিবের মাথায় জল ঢালতে যান বহু মানুষ। সেরকমই রবিবার রাতে জল নিয়ে একটি ন'জনের দল পাটুলির জামালপুরের বাবা বুড়োরাজের মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ক্লান্ত হয়ে পড়ায় পারুলিয়ার কাছে রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ১১ অগাস্ট রাখি পূর্ণিমা, ঠিক কোন সময়ে রাখি পরাবেন? জানুন শুভক্ষণ-রবিযোগ ও অমৃতকাল
প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময়েই লেবু বোঝাই একটি ছোট হাতি গাড়ি ওই দলের সদস্যদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তডিঘড়ি বাকিদের উদ্ধার করে পূর্বস্থলী হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়। মর্মান্তিক দুর্ঘটনায় আরও তিনজনের আঘাত লেগেছে, দু'জনের আঘাত গুরুতর। ফলে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহত এবং আহতদের এলাকায়।
advertisement
Saradindu Ghosh 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sawan Somvar 2022|| শ্রাবণ সোমবারে জল ঢালতে বেরিয়েছিল ৯ জনের দল, পথে মর্মান্তিক মৃত্যু ২ ভক্তের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement