Home » Photo » off-beat » Rakhi Purnima| Raksha Bandhan 2022|| রাখি বাঁধার সময়ে কোন দিকে মুখ করে বসবেন? রাখি বন্ধনের শুভ ৬ নিয়ম জেনে নিন
Rakhi Purnima| Raksha Bandhan 2022|| রাখি বাঁধার সময়ে কোন দিকে মুখ করে বসবেন? রাখি বন্ধনের শুভ ৬ নিয়ম জেনে নিন
6 auspicious rituals of Rakhi Purnima or Raksha Bandhan : এ বছর রাখি পূর্ণিমা ১১ অগাস্ট, বৃহস্পতিবার। এ দিন পূর্ণিমা পড়বে সকাল ১০.৩৮ মিনিটে, পূর্ণিমা তিথি থাকবে পরের দিন ১২ অগাস্ট সকাল ৭.০৫ মিনিট পর্যন্ত।
*১১ অগাস্ট রাখি বন্ধন। এ দিন বোনেরা ভাই বা দাদায়ের হাতে রাখি পরিয়ে তাঁদের দীর্ঘ নীরোগ জীবনের কামনা করেন। ভাই-বোনের সম্পর্ক সুদৃঢ় করতে এই উত্সব পালিত হয়। প্রতীকী ছবি।
2/ 11
*বৈদিক ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন পালিত হয়। সেই কারণে শ্রাবণী পূর্ণিমা তিথিকে বলা হয় রাখি পূর্ণিমা। অনেকে আবার কাজরী পূর্ণিমা বলেন। প্রতীকী ছবি।
3/ 11
*এ বছর রাখি পূর্ণিমা ১১ অগাস্ট, বৃহস্পতিবার। এ দিন পূর্ণিমা পড়বে সকাল ১০.৩৮ মিনিটে, পূর্ণিমা তিথি থাকবে পরের দিন ১২ অগাস্ট সকাল ৭.০৫ মিনিট পর্যন্ত। প্রতীকী ছবি।
4/ 11
*ভাই বা দাদাদের হাতে রাখি পরিয়ে দেওয়ার শুভ সময় ১১ অগাস্ট সকাল ৯.২৮ মিনিট থেকে রাত ৯.১৪ মিনিট পর্যন্ত। প্রতীকী ছবি।
5/ 11
*রবিযোগ শুরু হবে ১১ অগাস্ট সকাল ৫.৪৮ মিনিট থেকে। শেষ হবে সকাল ৬.৫৩ মিনিট পর্যন্ত। অমৃত কাল চলবে ১১ অগাস্ট সন্ধে ৬.৫৫ মিনিট থেকে রাত ৮.২০ মিনিট পর্যন্ত। প্রতীকী ছবি।
6/ 11
*রাখি বন্ধনের কিছু নিয়ম রয়েছে। যেমন, রাখি পরার সময়ে ভাইকে পূর্ব দিকে মুখ করে বসতে হয়। উল্টোদিকে বোন রাখি বাঁধবেন পশ্চিম দিকে মুখ করে বসে। প্রতীকী ছবি।
7/ 11
*নতুন পোশাক, গয়না, টাকা বা অন্য কোনও উপহার দেন ভাই বা দাদা-বোন বা দিদিকে, এবং বোন বা দিদি, ভাই বা দাদাকে। প্রতীকী ছবি।
8/ 11
*রাখি বাঁধার সময় কোনও রুমাল বা অন্য কোনও পরিষ্কার কাপড় দিয়ে নিজের মাথা ঢেকে রাখতে হয় ভাইকে। প্রতীকী ছবি।
*কয়েক দানা চাল ভাইয়ের ওপর ছড়িয়ে দেওয়া শুভ বলে মনে করা হয়। তবে এই রীতি বাঙালিদের মধ্যে তেমন প্রচলিত নয়। অবাঙালিরা মূলত এই রীতি অনুসরণ করেন। প্রতীকী ছবি।
11/ 11
*রাখি পরিয়ে দেওয়া পরে একে অপরকে মিষ্টি মুখ করাতে হয়। প্রতীকী ছবি।