Rakhi Purnima| Raksha Bandhan 2022|| ১১ অগাস্ট রাখি পূর্ণিমা, ঠিক কোন সময়ে রাখি পরাবেন? জানুন শুভক্ষণ-রবিযোগ ও অমৃতকাল

Last Updated:
Raksha Bandhan 2022, Auspicious Time & Yogas: বৈদিক ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন পালিত হয়। সেই কারণে শ্রাবণী পূর্ণিমা তিথিকে বলা হয় রাখি পূর্ণিমা। অনেকে আবার কাজরী পূর্ণিমা বলেন।
1/10
*১১ অগাস্ট রাখি বন্ধন। এ দিন বোনেরা ভাই বা দাদায়ের হাতে রাখি পরিয়ে তাঁদের দীর্ঘ নীরোগ জীবনের কামনা করেন। উপহার দেওয়া এবং নেওয়ার রীতিও রয়েছে। প্রতীকী ছবি। 
*১১ অগাস্ট রাখি বন্ধন। এ দিন বোনেরা ভাই বা দাদায়ের হাতে রাখি পরিয়ে তাঁদের দীর্ঘ নীরোগ জীবনের কামনা করেন। উপহার দেওয়া এবং নেওয়ার রীতিও রয়েছে। প্রতীকী ছবি। 
advertisement
2/10
*রাখি উত্‍সবের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাই-বোনের সম্পর্ক সুদৃঢ় করতে এই উত্‍সব পালিত হয়। প্রতীকী ছবি। 
*রাখি উত্‍সবের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাই-বোনের সম্পর্ক সুদৃঢ় করতে এই উত্‍সব পালিত হয়। প্রতীকী ছবি। 
advertisement
3/10
*এ দিন বোনেরা ভাইকে রাখি পরিয়ে দেওয়ার পর মিষ্টি খাওয়ান। বোন বা দিদির হাতে উপহার তুলে দেন ভাইরা। এখন অবশ্য দু-তরফের উপহার দেওয়া এবং নেওয়ার প্রচলন হয়েছে। প্রতীকী ছবি। 
*এ দিন বোনেরা ভাইকে রাখি পরিয়ে দেওয়ার পর মিষ্টি খাওয়ান। বোন বা দিদির হাতে উপহার তুলে দেন ভাইরা। এখন অবশ্য দু-তরফের উপহার দেওয়া এবং নেওয়ার প্রচলন হয়েছে। প্রতীকী ছবি। 
advertisement
4/10
*ভাইফোঁটার মতোই রাখি সারা দেশজুড়েই পালিত হয়। দেশের বিভিন্ন পান্তের ভাই-বোনেরা বছরের শুরু থেকে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। প্রতীকী ছবি। 
*ভাইফোঁটার মতোই রাখি সারা দেশজুড়েই পালিত হয়। দেশের বিভিন্ন পান্তের ভাই-বোনেরা বছরের শুরু থেকে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। প্রতীকী ছবি। 
advertisement
5/10
*রাখি পূর্ণিমা থেকেই শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র শুরু হয়। প্রাচীন কালে এই প্রথা রক্ষা সূত্র নামে প্রচলিত ছিল, কিন্তু পরে তা রাখি নামে পরিচিত হয়। প্রতীকী ছবি। 
*রাখি পূর্ণিমা থেকেই শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র শুরু হয়। প্রাচীন কালে এই প্রথা রক্ষা সূত্র নামে প্রচলিত ছিল, কিন্তু পরে তা রাখি নামে পরিচিত হয়। প্রতীকী ছবি। 
advertisement
6/10
*তবে ভাদ্র মাসে রাখি বাঁধা উচিত নয়। তাই পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে, তা নজরে রাখতে হবে। রাখি পূর্ণিমার দিন এই বছর বিশেষ রবিযোগ পড়েছে। তার ফলে নাকি এই দিনের মাহাত্ম্য বেশ কিছুটা বেশি, এমনই মত জ্যোতিষবিদদের।  প্রতীকী ছবি। 
*তবে ভাদ্র মাসে রাখি বাঁধা উচিত নয়। তাই পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে, তা নজরে রাখতে হবে। রাখি পূর্ণিমার দিন এই বছর বিশেষ রবিযোগ পড়েছে। তার ফলে নাকি এই দিনের মাহাত্ম্য বেশ কিছুটা বেশি, এমনই মত জ্যোতিষবিদদের।  প্রতীকী ছবি। 
advertisement
7/10
*বৈদিক ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন পালিত হয়। সেই কারণে শ্রাবণী পূর্ণিমা তিথিকে বলা হয় রাখি পূর্ণিমা। অনেকে আবার কাজরী পূর্ণিমা বলেন। প্রতীকী ছবি। 
*বৈদিক ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন পালিত হয়। সেই কারণে শ্রাবণী পূর্ণিমা তিথিকে বলা হয় রাখি পূর্ণিমা। অনেকে আবার কাজরী পূর্ণিমা বলেন। প্রতীকী ছবি। 
advertisement
8/10
*এ বছর রাখি পূর্ণিমা ১১ অগাস্ট, বৃহস্পতিবার। এ দিন পূর্ণিমা পড়বে সকাল ১০.৩৮ মিনিটে, পূর্ণিমা তিথি থাকবে পরের দিন ১২ অগাস্ট সকাল ৭.০৫ মিনিট পর্যন্ত। প্রতীকী ছবি। 
*এ বছর রাখি পূর্ণিমা ১১ অগাস্ট, বৃহস্পতিবার। এ দিন পূর্ণিমা পড়বে সকাল ১০.৩৮ মিনিটে, পূর্ণিমা তিথি থাকবে পরের দিন ১২ অগাস্ট সকাল ৭.০৫ মিনিট পর্যন্ত। প্রতীকী ছবি। 
advertisement
9/10
*ভাই বা দাদাদের হাতে রাখি পরিয়ে দেওয়ার শুভ সময় ১১ অগাস্ট সকাল ৯.২৮ মিনিট থেকে রাত ৯.১৪ মিনিট পর্যন্ত। প্রতীকী ছবি। 
*ভাই বা দাদাদের হাতে রাখি পরিয়ে দেওয়ার শুভ সময় ১১ অগাস্ট সকাল ৯.২৮ মিনিট থেকে রাত ৯.১৪ মিনিট পর্যন্ত। প্রতীকী ছবি। 
advertisement
10/10
*রবিযোগ শুরু হবে ১১ অগাস্ট সকাল ৫.৪৮ মিনিট থেকে। শেষ হবে সকাল ৬.৫৩ মিনিট পর্যন্ত। অমৃত কাল চলবে ১১ অগাস্ট সন্ধে ৬.৫৫ মিনিট থেকে রাত ৮.২০ মিনিট পর্যন্ত। প্রতীকী ছবি।
*রবিযোগ শুরু হবে ১১ অগাস্ট সকাল ৫.৪৮ মিনিট থেকে। শেষ হবে সকাল ৬.৫৩ মিনিট পর্যন্ত। অমৃত কাল চলবে ১১ অগাস্ট সন্ধে ৬.৫৫ মিনিট থেকে রাত ৮.২০ মিনিট পর্যন্ত। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement