কৃষ্ণনগর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই পিকনিক স্পটে রয়েছে সমস্ত রকম সুবিধা। এখানেই ভাড়া পেয়ে যাবেন ডেকরেটরসের সমস্ত রকম আইটেম রয়েছে পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থাও। শীতকাল পড়তেই ইতিমধ্যেই পিকনিকের জন্য অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের লাগুয়া সম্পূর্ণ জায়গাটি সুরক্ষিতভাবে রয়েছে পাঁচিল দিয়ে ঘেরা।
আরও পড়ুনঃ সপ্তাহান্তে ছুটি কাটাতে যাবেন? দিঘার পাশের এই জায়গা এখন পর্যটকদের আলোচনার শীর্ষে
advertisement
নিচে ছায়াবীথি পিকনিক গার্ডেনের গুগল লোকেশনের লিংক দেওয়া হল:
ছায়াবীথি পিকনিক গার্ডেনের যোগাযোগ নম্বর:
8170943929
9609340485
খরচ কত?
১৫ জন পর্যন্ত আপনাকে এখানে পিকনিক করতে ভাড়া দিতে হবে ১০০০ টাকা। এরপর জনপ্রতি ৩০ টাকা করে দিতে হবে আপনাকে।
এ ছাড়াও জল, বাসনপত্র, গ্যাস ওভেন, সাউন্ড সিস্টেম ইত্যাদি আলাদা করে আপনি চাইলে এই স্থান থেকেই ভাড়া নিতে পারেন।
কী ভাবে আসবেন?
শিয়ালদহ স্টেশন থেকে কৃষ্ণনগরগামী যে কোনও ট্রেনে করে আপনাকে চলে আসতে হবে কৃষ্ণনগর স্টেশনে। সেখান থেকে বাসে করে কিংবা অটো রিজার্ভ করে চলে আসতে পারবেন ভালুকা বাজার সংলগ্ন এই ছায়াবীথি পিকনিক গার্ডেনে।
হাওড়া স্টেশন থেকে কাটোয়াগামী যে কোনও ট্রেনে উঠে আপনাকে নামতে হবে নবদ্বীপ ধাম স্টেশনে। এরপর ওখান থেকে টোটো কিংবা বাসে করে চলে আসতে পারবেন ভালুকা বাজার সংলগ্ন ছায়াবীথি পিকনিক গার্ডেন।
Mainak Debnath