Winter Weekend Tour|| সপ্তাহান্তে ছুটি কাটাতে যাবেন? দিঘার পাশের এই জায়গা এখন পর্যটকদের আলোচনার শীর্ষে

Last Updated:

Weekend Trip, Popular Picnic Spots in East Medinipur: শীতকাল এলেই পিকনিকের জন্য মন উড়ু উড়ু। শীতের নরম রোদে পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে পিকনিক মানেই গেঁওখালি। 

+
title=

#গেঁওখালি: ক্যালেন্ডারে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ হলেও শীত আটকে রয়েছে ঘূর্ণাবর্তে। শীতকাল এলেই পিকনিকের জন্য মন উড়ু উড়ু। শীতের নরম রোদে পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে পিকনিক মানেই গেঁওখালি। তিন নদীর সঙ্গমস্থলে প্রাকৃতিক পরিবেশে পিকনিকের মজা আলাদা মাত্রা এনে দেয়। শুধু শীতকালের পিকনিকের জন্য নয় ছুটির দিন বা সপ্তাহের শনি রবিবার কাজ ছেড়ে নিরিবিলি সময় কাটাতে চাইলে আপনাকে আসতেই হবে গেঁওখালি।
ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু হলেও উত্তুরে হওয়ার দাপট কম। তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী। জাঁকিয়ে শীত পড়তে দেরি হলেও, পিকনিকের দেরি নেই। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের গেঁওখালি রূপনারায়ণ, হুগলি ও গঙ্গা নদীর সঙ্গমস্থল। প্রতিবছর শীতকালে বহু মানুষ আছেন পিকনিকে। এই পিকনিক স্থলেই রয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষের গেস্ট হাউস ত্রিবেণী সঙ্গম। আর পাশেই রয়েছে পিকনিকের জন্য গাছ-গাছালি ঘেরা বিশাল মাঠ। মাঠে পিকনিকের জন্য জনপ্রতি এন্ট্রি ফি ৫০ টাকা। মাঠের মধ্যে বড় পুকুরে বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও চিলড্রেন পার্ক রয়েছে গেঁওখালিতে।
advertisement
গেঁওখালি তিনটি নদীর সঙ্গমস্থল, তাই মাছ ধরার নৌকোর আনাগোনা। আর জলপথ ধরেই হলদিয়া বন্দর থেকে কলকাতা বন্দর যায় জাহাজ। ফলে জাহাজ ও নৌকোর আনাগোনায় সময় পার হয়ে যাবে। শুধুমাত্র গেঁওখালিতে পিকনিকের জন্য নয় যে কোন ছুটির দিন গেঁওখালি ঘোরার জন্য আদর্শ জায়গা।
advertisement
আরও পড়ুনঃ লাল শাড়িতে পহেলিকে লুকিয়ে দেখছেন শতরূপ! বিয়ের মিষ্টি মুহূর্ত ফাঁস, দেখুন অ্যালবাম
কলকাতা থেকে গেঁওখালির দূরত্ব ১১৫ কিলোমিটার। মেচেদা থেকে গেঁওখালির দূরত্ব ৪১ কিলোমিটার। হলদিয়া থেকে গেঁওখালির দূরত্ব ৩০ কিলোমিটার। হাওড়া-হলদিয়া লোকালে চেপে সতীশ সামন্ত রেল স্টেশনে নেমে টোটো, অটো বা বাসে করে যাওয়া যায় গেঁওখালিতে। আবার মেছেদা থেকে হলদিয়াগামী ভায়া তমলুক বাসে চেপে মহিষাদল সিনেমা মোড় বাস স্টপেজে নেমে গেঁওখালি যাওয়া যায়। গেঁওখালির রুটে বাস চলাচল করে। গেঁওখালি থেকে হাওড়া জেলার গাদিয়াড়া এবং দক্ষিণ ২৪ পরগনার নূরপুর জলপথে ফেরি সার্ভিস রয়েছে প্রতিদিন।
advertisement
গেঁওখালিতে থাকতে চাইলে আপনাকে আগে থেকেই ঘর বুক করতে হবে। গেঁওখালিতে বর্তমানে হলদিয়া উন্নয়ন পর্ষদের গেস্ট হাউস রয়েছে। হলদিয়া উন্নয়ন পর্ষদের নিজস্ব ওয়েবসাইট থেকে বুক করা যায়। www.hda.gov.in গেস্ট হাউসের নাম ত্রিবেণী সঙ্গম। গেস্ট হাউসের দুটি তলে বেশ কয়েকটি শীতাতপ নিয়ন্ত্রিত সুন্দর ঘর রয়েছে। যেগুলির ভাড়া ১৪০০ থেকে ১৫০০ টাকা প্রতিদিন।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Winter Weekend Tour|| সপ্তাহান্তে ছুটি কাটাতে যাবেন? দিঘার পাশের এই জায়গা এখন পর্যটকদের আলোচনার শীর্ষে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement