Shatarup Ghosh Wedding|| লাল শাড়িতে পহেলিকে লুকিয়ে দেখছেন শতরূপ! বিয়ের মিষ্টি মুহূর্ত ফাঁস, দেখুন অ্যালবাম
- Published by:Shubhagata Dey
Last Updated:
Shatarup Ghosh weeding with Paheli Saha : বিয়ের সকালে লাল ঢাকাই শাড়িতে সেজেছিলেন পহেলি সাহা। শতরূপ পরেছিলেন সাদা পাঞ্জাবি। হবু বউ বারান্দায় দাঁড়ালে, তাঁকে লুকিয়ে দেখেছেন বাগান থেকে। কথাও হয়েছে চোখে চোখ রেখে। দেখুন সেই ছবির অ্যালবাম।
advertisement
advertisement
*ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, "ওপরের ঝুল বারান্দায় কনে দাঁড়িয়ে...নীচে তার এক যুগের প্রেমিক...হবু পাত্র...আজ রাতের বিবাহবাসরের সাজসজ্জা দেখভাল করবার ফাঁকে/চোখে চোখে কি কথা হয়...ফটোগ্রাফার সাহেব ক্যামেরা ফিট করতেই/পাত্র লজ্জায় লাল হয়ে মাথানীচু করে ফ্রেম থেকে সরে যাওয়ার পথে...অগত্যা সেই ছবিই থাকলো...পাত্রীর ছবি তুলতে আপত্তি নেই...তাই তার ছবি আলাদা ভাবেই দিলাম..." ছবিঃ ফেসবুক।
advertisement
advertisement
*কোনও ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, কেবল সইসাবুদ করেই বিয়ে সেরেছেন দু-জনে। সিপিআইএম-এর রাজনৈতিক নেতা থেকে টলিপাড়ার একাধিক মানুষ উপস্থিত ছিলেন বিয়েতে। তাঁদের বিয়েতে সই করেছেন বিমান বসু। উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, কান্তি গঙ্গোপাধ্যায়, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, সস্ত্রীক সৌরভ পালোধী-সহ আরও অনেকে। ছবিঃ ফেসবুক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement