ভিড় হটানোর জন্য কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করতে করতে তাঁদের টেন্টে ঢুকে পড়ে লাঠিচার্জ করে। এই ঘটনায় তাপস সাহা-সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীও জখম হন। এরপরই কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ঢিল ছোড়ার হুমকি দেন তাপস সাহা।
আরও পড়ুন: কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
advertisement
কিছুদিন আগেই তাপস সাহার বাড়িতে সিবিআই হানা দিয়েছিল। টানা ১৫ ঘণ্টা জেরা করেছিলেন তাঁকে। বাজেয়াপ্ত করেছিলেন তাঁর দুটি মোবাইল। কিছু নথিও নিয়ে গিয়েছিলেন। এবার সেসব খতিয়ে দেখে তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহাকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন: প্রার্থী হয়ে এমন কাণ্ড! ব্যালট পেপার নিয়ে যা করলেন তৃণমূল প্রার্থী, গোটা দেশে এমন ঘটনা ঘটেনি
সিবিআই বাড়ি থেকে চলে যেতেই দৌড়ে গিয়ে মোবাইল কেনা, বাড়িতে মাংস ভাত রান্না করে খাওয়ানো-সহ নানা দাবি করেছিলেন তাপস সাহা। তাপস সাহা দাবি করেছিলেন, সিবিআই তাঁকে বলেছে, তিনি ‘রাজনৈতিক চক্রান্তের শিকার’। তিনি বলেন, ‘কোনও কিছু পায়নি। যা চেয়েছিল সেসব নথি দিয়েছি। আমার মাথার উপর দিদির হাত আছে।’ এমন সব কথা বলার পরই তাপস সাহাকে কলকাতায় তলব করেছে সিবিআই।
সমীর রুদ্র