TRENDING:

WB Panchayat Election 2023: তাঁবুতে ঢুকে বাহিনীর 'মার' TMC বিধায়ককে! পাল্টা তাপস সাহা যা বললেন, বাংলাজুড়ে শোরগোল

Last Updated:

WB Panchayat Election 2023: কিছুদিন আগেই তাপস সাহার বাড়িতে সিবিআই হানা দিয়েছিল। টানা ১৫ ঘণ্টা জেরা করেছিলেন তাঁকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইটবৃষ্টির হুমকি দিলেন তেহট্টের বিধায়ক তাপস সাহা। তেহট্টের বিধায়কের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তাপস সাহার অভিযোগ, তেহট্টের গণনাকেন্দ্র থেকে প্রায় ২০০ মিটার দূরে তাঁরা তাঁবু খাটিয়েছিলেন।
তাপস সাহা (ফাইল ছবি)
তাপস সাহা (ফাইল ছবি)
advertisement

ভিড় হটানোর জন্য কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করতে করতে তাঁদের টেন্টে ঢুকে পড়ে লাঠিচার্জ করে। এই ঘটনায় তাপস সাহা-সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীও জখম হন। এরপরই কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ঢিল ছোড়ার হুমকি দেন তাপস সাহা।

আরও পড়ুন: কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়

advertisement

কিছুদিন আগেই তাপস সাহার বাড়িতে সিবিআই হানা দিয়েছিল। টানা ১৫ ঘণ্টা জেরা করেছিলেন তাঁকে। বাজেয়াপ্ত করেছিলেন তাঁর দুটি মোবাইল। কিছু নথিও নিয়ে গিয়েছিলেন। এবার সেসব খতিয়ে দেখে তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহাকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: প্রার্থী হয়ে এমন কাণ্ড! ব্যালট পেপার নিয়ে যা করলেন তৃণমূল প্রার্থী, গোটা দেশে এমন ঘটনা ঘটেনি

advertisement

সিবিআই বাড়ি থেকে চলে যেতেই দৌড়ে গিয়ে মোবাইল কেনা, বাড়িতে মাংস ভাত রান্না করে খাওয়ানো-সহ নানা দাবি করেছিলেন তাপস সাহা। তাপস সাহা দাবি করেছিলেন, সিবিআই তাঁকে বলেছে, তিনি ‘রাজনৈতিক চক্রান্তের শিকার’। তিনি বলেন, ‘কোনও কিছু পায়নি। যা চেয়েছিল সেসব নথি দিয়েছি। আমার মাথার উপর দিদির হাত আছে।’ এমন সব কথা বলার পরই তাপস সাহাকে কলকাতায় তলব করেছে সিবিআই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সমীর রুদ্র

বাংলা খবর/ খবর/নদিয়া/
WB Panchayat Election 2023: তাঁবুতে ঢুকে বাহিনীর 'মার' TMC বিধায়ককে! পাল্টা তাপস সাহা যা বললেন, বাংলাজুড়ে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল