আরও পড়ুন: রাস্তায় বসে পড়লেন চাকরিপ্রার্থীরা! বৃষ্টি বাদলের সকালে MLA হস্টেলের সামনে তুমুল বিক্ষোভ
নদিয়ার চাপরার বড় অন্দুলিয়ার তুহিন মণ্ডলের ছোটবেলায় বাবার কাছে আঁকা শেখায় হাতেখড়ি হয়। তবে অঙ্কনের তেমন কোনও প্রথাগত শিক্ষা তিনি পাননি। সেই তিনি পেট দিয়ে ছবি এঁকে সকলকে চমকে দিয়েছেন। তাঁর এমন কীর্তি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করছেন। শিল্পীর এমন বিস্ময়কর ক্ষমতা সকলকে অবাক করে দিয়েছে।
advertisement
তুহিন মণ্ডলের পেট দিয়ে ছবি আঁকার দৃশ্য ইতিমধ্যেই ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। এমন শিল্প কীর্তির ছাপ রেখে তিনি বহু জায়গায় সম্মানিত হয়েছেন। টিভি চ্যানেলের বিভিন্ন রিয়েলিটি শো থেকে নানা প্রতিযোগিতায় এইভাবে পেট দিয়ে ছবি এঁকে। সাড়া ফেলে দিয়েছেন। বর্তমানে এইভাবে ছবি আঁকাকেই পেশা হিসেবে ধরে নিয়েছে তুহিন মণ্ডল। এই বিস্ময়করভাবে ছবি আঁকার ভিডিও রইল আপনাদের জন্য, দেখুন সেটা।
মৈনাক দেবনাথ