মোড়লরা সিদ্ধান্ত নেয় এর থেকে রেহাই পেতে কালীপুজোর ব্যবস্থা করতে হবে। সেই থেকে ব্রহ্মা পূজার পাশাপাশি শ্রাবণ মাসের শুক্লপক্ষের রাখি পূর্ণিমার আগে যে মঙ্গলবার আসে এই মঙ্গলবারেই প্রতিবছর করা হয় ব্রহ্মা পুজো এবং রাত্রিবেলা করা হয় রক্ষা কালীপুজো।
আরও পড়ুনঃ প্রতিবন্ধী ভাই বোনেরা রাখি পরালেন পুলিশদের
advertisement
এই ব্রহ্মা পুজোর একটি বৈশিষ্ট্য হল ব্রহ্মার পুজোর পাশাপাশি তার সঙ্গে মহেশ্বর এবং বিষ্ণুর পূজা হয়। এবং এর সাথে দেওয়া হয় সাবিত্রী ও সরস্বতীর পূজা। তৎকালীন ব্রাহ্মণ সমাজ বিধান দিয়েছিলেন যে ব্রহ্মার যে মূর্তি হবে তার সাথে থাকবে বিষ্ণু ও মহেশ্বর।
আরও পড়ুনঃ রাখি পূর্ণিমার শেষ বেলায় হরেক রকমের রাখি কিনতে ব্যস্ত সবাই
সাবিত্রী এবং সরস্বতী উহ্য থাকবে। সেই থেকেই হয়ে আসছে মাজদিয়া বাজার সমিতি এলাকায় এই পুজো। প্রত্যেক বছরের ন্যায় এ বছর ও নিয়ম মেনে করা হলো পুজো এবং খুশি মাজদিয়ার সকল ব্যবসায়ী সমিতির সদস্যরা।
Mainak Debnath