মূলত খুদে ছাত্র-ছাত্রীদের সূর্য এবং মহাকাশ সম্পর্কে অবগত করাই ছিল মূল উদ্দেশ্য। প্রত্যন্ত গ্রামের সরকারি প্রাথমিক স্কুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। এদিন নদিয়ার শান্তিপুর বিধানসভার বাবলা গ্রাম পঞ্চায়েতের কন্দখোলা নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে এই জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মসূচি গ্রহণ করা হয়। মূলত উন্নত মানের টেলিস্কোপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মহাকাশ সম্পর্কে অবগত করা হয়।
advertisement
আরও পড়ুনঃ বাড়ছে দুর্ঘটনার প্রবণতা, সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য গাড়ির দাবি
ছোট থেকেই বিজ্ঞান সম্পর্কে যাতে ছাত্রছাত্রীরা সচেতন হয় এবং নানাবিধ বিষয় জানতে পারে মূলত সেই লক্ষ্য নিয়েই এদিনের কর্মসূচি বলে জানান ওই বিদ্যালয়ের সহশিক্ষক প্রতিম সেন। আগামী দিনে যাতে সরকার উদ্যোগ নিয়ে পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে যাতে বিজ্ঞান বিষয়ে ছাত্র-ছাত্রীদের সচেতন করার বিষয়ে আলাদা ভাবে উদ্যোগ নেয় সরকার তার অনুরোধ জানানো হয় এই কর্মসূচির মধ্য দিয়ে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাড়াও স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং শিক্ষা দপ্তরের কর্মীরা।
Mainak Debnath