TRENDING:

Nadia News: জ্যোতির্বিজ্ঞানে আগ্রহ বাড়াতে ছাত্র-ছাত্রীদের টেলিস্কোপ ব্যবহারের তালিম

Last Updated:

বিজ্ঞান বিশেষ করে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে তরুণ প্রজন্মের রয়েছে একাধিক প্রশ্ন। মহাকাশের একাধিক গ্রহ নক্ষত্র উপগ্রহ রয়েছে যা আমাদের বেশিরভাগটাই অজানা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া : বিজ্ঞান বিশেষ করে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে তরুণ প্রজন্মের রয়েছে একাধিক প্রশ্ন। মহাকাশের একাধিক গ্রহ নক্ষত্র উপগ্রহ রয়েছে যা আমাদের বেশিরভাগটাই অজানা। আজকের বিভিন্ন রকম কার্টুন এবং সিনেমা দেখে মহাকাশের সেই সমস্ত গ্রহ, উপগ্রহ, নক্ষত্র দেখতে এবং তাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে বর্তমান তরুণ প্রজন্ম বিশেষত শিশু ও কিশোরদের আগ্রহ বেড়েছে অনেকটাই। সেই কারণেই জ্যোতির্বিজ্ঞানের ওপর এক কর্মসূচি গ্রহণ করা হল শান্তিপুর কন্দখোলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিকের ছাত্র-ছাত্রীদের জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে চেতনা আনতে শিক্ষকদের উদ্যোগে বিজ্ঞান ভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হল।
advertisement

মূলত খুদে ছাত্র-ছাত্রীদের সূর্য এবং মহাকাশ সম্পর্কে অবগত করাই ছিল মূল উদ্দেশ্য। প্রত্যন্ত গ্রামের সরকারি প্রাথমিক স্কুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। এদিন নদিয়ার শান্তিপুর বিধানসভার বাবলা গ্রাম পঞ্চায়েতের কন্দখোলা নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে এই জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মসূচি গ্রহণ করা হয়। মূলত উন্নত মানের টেলিস্কোপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মহাকাশ সম্পর্কে অবগত করা হয়।

advertisement

আরও পড়ুনঃ বাড়ছে দুর্ঘটনার প্রবণতা, সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য গাড়ির দাবি

ছোট থেকেই বিজ্ঞান সম্পর্কে যাতে ছাত্রছাত্রীরা সচেতন হয় এবং নানাবিধ বিষয় জানতে পারে মূলত সেই লক্ষ্য নিয়েই এদিনের কর্মসূচি বলে জানান ওই বিদ্যালয়ের সহশিক্ষক প্রতিম সেন। আগামী দিনে যাতে সরকার উদ্যোগ নিয়ে পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে যাতে বিজ্ঞান বিষয়ে ছাত্র-ছাত্রীদের সচেতন করার বিষয়ে আলাদা ভাবে উদ্যোগ নেয় সরকার তার অনুরোধ জানানো হয় এই কর্মসূচির মধ্য দিয়ে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাড়াও স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং শিক্ষা দপ্তরের কর্মীরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর বাজেটের থেকেও বেশি! নজরকাড়া আয়োজন, মেগা হিট ঝাড়গ্রামের 'এই' লক্ষ্মী পুজো
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: জ্যোতির্বিজ্ঞানে আগ্রহ বাড়াতে ছাত্র-ছাত্রীদের টেলিস্কোপ ব্যবহারের তালিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল