Nadia News: বাড়ছে দুর্ঘটনার প্রবণতা, সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য গাড়ির দাবি

Last Updated:

স্কুলে যাওয়ার পথে টোটো উল্টে গুরুতর জখম নয়জন শিশু পড়ুয়া। দীর্ঘ দু'বছর পর আবারও পুরনো ছন্দে ফিরে এসেছে শিক্ষা ব্যবস্থা। প্রাইমারি থেকে উচ্চ বিদ্যালয় এমনকি কলেজেও পঠন পাঠন শুরু হয়ে গিয়েছে।

+
title=

#কৃষ্ণনগর : স্কুলে যাওয়ার পথে টোটো উল্টে গুরুতর জখম নয়জন শিশু পড়ুয়া। দীর্ঘ দু'বছর পর আবারও পুরনো ছন্দে ফিরে এসেছে শিক্ষা ব্যবস্থা। প্রাইমারি থেকে উচ্চ বিদ্যালয় এমনকি কলেজেও পঠন পাঠন শুরু হয়ে গিয়েছে। আবারও রাস্তাঘাটে সকাল হলে দেখা যায় স্কুলের পোশাক পরিহিত ছোট বড় নানান বয়সী ছেলেমেয়েদের স্কুলে যেতে। কেউ যায় হেঁটে কেউবা যায় গাড়িতে। তবে টোটোর নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনা কৃষ্ণনগর ভাতজাংলা ঝিটকিপোতা এলাকায়। ভাতজাংলা কালিপুর হাই স্কুলে যাওয়ার সময় টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একই স্কুলের নয়জন পড়ুয়া আহত হয়।
জানা যায় ওই টোটোর মধ্যে ছিল নয়জন পড়ুয়া। টোটো টি ৩৪ নম্বর জাতীয় সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। টোটোর মধ্যে থাকা নয় জন শিশুই কমবেশি জখম হয়। তড়িঘড়ি তাদেরকে নিয়ে আসা হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকের তৎপরতায় ছয় জন পড়ুয়াকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়, এবং বাকি তিনজনের হাতে গুরুতর আঘাত লাগার ফলে তারা ভর্তি থাকে হাসপাতালে।
advertisement
আরও পড়ুনঃ মৃতের পরিজনের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস সাংসদের
ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ববিতা খাতুন জানায়, "টোটো চালকটি ভাড়া কম নেওয়ার কারণে বেশিরভাগ পড়ুয়ারাই তার টোটোতে করে স্কুলে যায়। এদিন জাতীয় সড়কে উঠার সময় হঠাৎই টোটোটি উল্টে যায়।" যদিও এই দুর্ঘটনার পেছনে টোটো চালকের কোনও দোষ নেই বলেই দাবি করেন পড়ুয়া এবং তার অভিভাবকেরা। পড়ুয়াদের অভিভাবকেরা জানাচ্ছেন বেসরকারি বিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে ব্যবস্থা করা হয় গাড়ির।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কৃষ্ণনগর এমপি কাপে শাড়ি পরে ফুটবলে কিক মহুয়া মৈত্রের
বেসরকারি স্কুলের মত সরকারি স্কুলগুলিতেও যদি যাতায়াতের জন্য স্কুলের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা করা হতো তাহলে এমন দুর্ঘটনা হয়তো ঘটতো না। অভিভাবকদের দাবি ভবিষ্যতে বড় দুর্ঘটনা এড়াতে অবিলম্বে সরকারি স্কুলগুলিতেও ছোট ছোট ছেলেমেয়েদের যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করা হোক।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বাড়ছে দুর্ঘটনার প্রবণতা, সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য গাড়ির দাবি
Next Article
advertisement
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন 
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক

  • আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

  • ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

VIEW MORE
advertisement
advertisement