গত দু'বছর করোনা ও মহামারীর কারণে সে ভাবে কোনও উৎসবই পালন করা হয়ে ওঠেনি। তাই এবছর মহা ধুমধাম করে সরস্বতী পুজো পালন করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে। ঠিক তেমনই মহা সমারহে রানাঘাট দেবনাথ ইনস্টিটিউট ফর গার্লস বিদ্যালয় পালন করা হচ্ছে এবারের সরস্বতী পুজো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়া বিশ্বাস জানান, যেহেতু গত দুবছর করোনা মহামারীর কারণে সেই অর্থে কোনও উৎসব পালন করা হয়ে ওঠেনি। সেই কারণেই এবারে আমরা বিদ্যালয়ে কর্তৃপক্ষর থেকে চেয়েছিলাম ছাত্রীদের আনন্দ দেওয়ার জন্য। এবছর আমরা বিদ্যালয় থিমের পুজোর আয়োজন করেছি। বিবেকানন্দের জীবনী অর্থাৎ বিবেকানন্দের সমস্ত কর্মকাহিনী থাকছে আমাদের প্যান্ডেল জুড়ে।
advertisement
আরও পড়ুন: থাকবেন মমতা, ডাক শুভেন্দুকেও! রাজভবনে আজ হাতেখড়ি, বাংলা শিখবেন রাজ্যপাল
আরও পড়ুন: বাগদেবীর আরাধনা হবে না স্কুলে! কারণ, এই একমাত্র পড়ুয়া
সম্পূর্ণ প্যান্ডেলটি যিনি তৈরি করেছেন রানাঘাটের বিখ্যাত চিত্রশিল্পী সঞ্জু কুন্ডু জানালেন, রানাঘাট দেবনাথ ইনস্টিটিউট ফর গার্লসের প্রধান শিক্ষিকা আমার কাছে এবারের সরস্বতী পুজোর থিম নিয়ে যখন ভাবতে বলেন তখনই সিদ্ধান্ত নেওয়া হয় বিবেক কাহিনী করার। মূলত স্বামীজীর আদর্শকে ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এই পরিকল্পনা করা হয়েছে।
সরস্বতী পূজার দিন সকাল থেকেই ছাত্র-ছাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে পূজো মন্ডপে। সকলেই বিবেকানন্দের আদর্শে মোরা এই পুজোমণ্ডপ দেখে খুশি এবং আনন্দিত বলে জানা যায়।
Mainak Debnath