চায়ের দোকানে চড় মেরে ওই বৃদ্ধকে মেরে ফেলার অভিযোগ উঠেছিল চায়ের দোকানদার দিলীপ সরকারের বিরুদ্ধে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সূত্রে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে রানাঘাটের আইশতলা সন্ন্যাসী বাজার এলাকা থেকে অভিযুক্ত দিলীপ সরকারকে গ্রেফতার করে রানাঘাট পুলিশ। শুক্রবার সকালে অভিযুক্তকে রানাঘাট মহাকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় রানাঘাট থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ রাস্তার খোলা ম্যানহোলে আচমকাই তলিয়ে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা রোহণ, তোলপাড়
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর বিশ্বজিৎ অধিকারী নামে এক প্রৌঢ় দিলীপ সরকারের দোকানে গিয়েছিলেন চা খেতে। অভিযোগ, তিনি চা চাইলে দোকানদার দিতে অস্বীকার করেন। এরপরই বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়েন দু'জনে। অভিযোগ, চায়ের দোকানের মালিক দিলীপ সরকার, বিশ্বজিৎ অধিকারী নামে ওই ব্যক্তিকে মারধর করেন। আহত ব্যক্তি এরপর বাড়ি চলে যান। বাড়ি এসে সমস্ত ঘটনাটি পরিবারের লোকজনদের জানান।
পরিবারের দাবি, বাড়ি ফেরার পর থেকে আক্রান্ত বিশ্বজিৎ অধিকারীর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে। এরপর তাঁকে রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর থেকে অভিযুক্ত দিলীপ সরকার ঘটনাস্থল থেকে পলাতক। এরপর থেকেই এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে দিলীপ সরকারের বিরুদ্ধে। গ্রামবাসীরা অভিযুক্ত দিলীপ সরকারের শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করে রানাঘাট থানার আইসি এবং রানাঘাট মহকুমার এসডিপিও। এরপর গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে রানাঘাটের আইসতলা সন্ন্যাসী বাজার এলাকা থেকে অভিযুক্ত দিলীপ সরকারকে গ্রেফতার করে।
Mainak Debnath