Tollywood|| রাস্তার খোলা ম্যানহোলে আচমকাই তলিয়ে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা রোহণ, তোলপাড়

Last Updated:

Rohan Bhattacharjee fall into a manhole: গাড়ি থেকে নেমে ছাতা মাথায় হাঁটছিলেন। একটু এগোতেই ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড! রাস্তার ফুটো দিয়ে তলিয়ে গেলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।

#কলকাতাঃ লাল গাড়ি থেকে নেমে চলছিলেন নিজের ছন্দে। বৃষ্টির দিনে মাথায় সবুজ ছাতা। একটু এগোতেই ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড! রাস্তার ফুটো দিয়ে তলিয়ে গেলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। ভাবছেন কোথায় ঘটল এমন সাংঘাতিক ঘটনা? এত বড় ঘটনা ঘটার পরেও কেন এল না খবরের শিরোনামে?
আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা রোহণ ভট্টাচার্য। ভিডিওতে দেখা যাচ্ছে, লাল গাড়ি থেকে নেমে সবুজ ছাতা মাথায় দিয়ে হাঁটছেন এক ব্যক্তি। যদিও সেখানে কারও মুখ স্পষ্ট নয়। কিছুদূর এগোতেই রাস্তার একটি জায়গা থেকে মাটিতে তলিয়ে যাচ্ছেন সেই ব্যক্তি।
advertisement
advertisement
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 

A post shared by Rohaan (@rohaan_bhattacharjee)

advertisement
এরপরেই স্ক্রিনে আসছেন অভিনেতা রোহণ। সেখানে শুধুই তাঁর মুখ দেখা যাচ্ছে। মুখের চারপাশ দিয়ে ঘুরছে অসংখ্য রঙ-বেরঙের  মাছ। আর তিনি বলছেন, 'রাস্তায় ফুটো ছিল। তাইও শীতো কালে ভাসান হয়ে গেল'। ভিডিও শেয়ার করে ক্যাপশনে রোহণ লিখেছেন 'শীতো কালে ভাসান হয়ে গেল'। অর্থাৎ একেবারেই মজার ছলে এই ভিডিও বানিয়েছেন তিনি।
advertisement
যদিও রোহণের হ্যান্ডলে এই ভিডি দেখে প্রথম অবস্থায় আঁতকে উঠেছিলেন অনেকেই। পরে ভিডিও পুরো দেখার পরে ভুল ভাঙে। হাসতে হাসতে উপভোগও করেছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood|| রাস্তার খোলা ম্যানহোলে আচমকাই তলিয়ে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা রোহণ, তোলপাড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement