TRENDING:

Nadia News: মণ্ডপে উঠা থেকে বিসর্জন, মা দুর্গার ভরসা তাঁরাই

Last Updated:

যাঁদের কাঁধে ভর করে সুবিশাল প্রতিমা পাটে ওঠেন, বিসর্জন যান, পুজো শেষে আজ তাঁদের কথা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: যাঁদের কাঁধে ভর করে সুবিশাল প্রতিমা পাটে ওঠেন, বিসর্জন যান, পুজো শেষে আজ তাঁদের কথা। নীলকন্ঠের দেওয়া খবর অনুযায়ী উমা ফিরছেন কৈলাসের পথে। কিন্তু যাদের কাঁধে ভর করে সুবিশাল মূর্তি বিসর্জন হয় যাদের বিপজ্জনক ঝুঁকিপূর্ণ অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তাদেরই খোঁজ নিলাম আমরা।
advertisement

কেউবা দিনমজুর, কেউবা কৃষি শ্রমিক, কেউ আবার রেশন কিংবা বিভিন্ন দোকানে কাজকর্ম করে থাকেন। তবে পুজো আসলে বাড়তি রোজগারের আশায় হাত লাগান উৎসবের প্রধান প্রতিমা কারখানা থেকে বের করে গাড়িতে তোলা কিংবা ঠাকুরদালান অথবা পুজো মণ্ডপে সাবধানতার সঙ্গে নামিয়ে দেওয়ার। ইদানিং পুরোহিত, শিল্পী, ঢাকিকে সংবর্ধিত করার কিছু কিছু ব্যতিক্রমী নিদর্শন চোখে পড়লেও যারা এই অত্যন্ত বিপজ্জনক ভাবে প্রতিমা তোলা নামানোর কাজ করে থাকেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানানোর নিদর্শন অবশ্য খুব বেশি চোখে পড়ে না।

advertisement

আরও পড়ুন: ভিন গ্রহে বেড়াতে যাবেন! উঠতে চান ইউএফও-তে? তাহলে চলে আসুন এখানে

কোমরে গামছা শক্ত করে বেঁধে কেউ দা, কেউ শাবল কিংবা বাঁশের লম্বা বাতা নিয়ে, অক্লান্ত পরিশ্রম করে চলেন পুজোর প্রাক্কালে। শান্তিপুরের এইরকম বেশ কিছু শ্রমিক একত্রিত হয়ে বেশ কিছু বছর ধরে এ কাজ করে আসছেন। এমনকি সুদূর কলকাতা পর্যন্ত তারা গাড়িতে করে পৌঁছে যান শুধু এই ঠাকুর না বানানোর জন্য অনেকে তো আবার বহুতল বাড়ি কিংবা ফ্লাটে দুর্গা প্রতিমা তোলার দায়িত্ব দিয়ে থাকেন তাদের উপরেই।

advertisement

View More

আরও পড়ুন: মামাবাড়ির শতবর্ষ প্রাচীন দুর্গাপুজোয় শামিল লন্ডনের এরিন, জেনি,সাশারা…

তবে এ বিষয়ে তাদের নেই কোন সংগঠন কিংবা হোয়াটস্যাপ গ্রুপ। অনেকের ফোন না থাকলেও অদ্ভুতভাবে পালবাড়ীর ডাকে সাড়া দিয়ে নিমেষের মধ্যে পৌঁছে যান সেখানে। অন্যদিকে বিসর্জনের সময় ঘাটে এসে দাঁড়িয়ে থাকেন নিজেদের কর্ম দক্ষতায় ভাড়া খাটার জন্য। আর সবাইয়ের মতই তাঁদের ছাড়া এই আনন্দ উৎসব সম্পন্ন হবে না সুষ্ঠু ভাবে। তবুও তাঁরা ব্রাত্যই থেকে‌ যান সমাজে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: মণ্ডপে উঠা থেকে বিসর্জন, মা দুর্গার ভরসা তাঁরাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল