আরও পড়ুন: বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হতেই স্বামী ও শ্বশুরকে গণধোলাই
১৯১১ সালের ২৯ জুলাই ইস্ট ইয়র্কশায়ারকে আইএফএ শিল্ডের ফাইনালে ২-১ ব্যবধানে পরাস্ত করে প্রথম ঐ ট্রফি জিতেছিল কোনও ভারতীয় ফুটবল ক্লাব। সেই গর্বের দিনটিকেই মোহনবাগান দিবস হিসেবে উদযাপন করা হয়। এই বছর ২৯ জুলাই কলকাতা ময়দানের মোহনবাগান তাঁবুতে প্রকাশিত হল সবুজ মেরুন জনতার নয়নের মণি, বাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী ‘ষোলআনা বাবলু’।
advertisement
এদিন শান্তিপুর মেরিনার্স মোহনবাগান ফ্যান ক্লাবের পক্ষ থেকে ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। সবুজ-মেরুন বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল চারিদিক। ইংরেজ ক্লাবকে হারিয়ে প্রথম আইএফএ শিল্ড জয়ী মোহনবাগানের সেই গর্বের একাদশের ১১ জন ফুটবলারের প্রতিকৃতিতেও এদিন মাল্যদান করা হয়।
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2023 4:54 PM IST