রবিবার সকাল সাড়ে দশটায় এই ক্যাম্প শুরু হয়। চলে দুপুর দুটো পর্যন্ত। নদিয়ার মলুয়াপাড়া বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রাম। বিএসএফ এখানে মেডিকেল ক্যাম্প আয়োজনের পাশাপাশি এলাকার চারটি স্কুলের শিশুদের হাতে বিশেষ উপহার তুলে দেয়।
আরও পড়ুন: বিষাক্ত পার্থেনিয়ামের জঙ্গলের মধ্যেই চলছে শিশুদের পড়াশোনা!
মলুয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়, শিমুলিয়া হাই স্কুল, হুদুপারা প্রাইমারি এবং লওয়াপাড়া জুনিয়র হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেন বিএসএফের ৫৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। স্কুল ব্যাগ সহ পড়াশোনার নানান প্রয়োজনীয় সরঞ্জাম উপহার হিসেবে দেওয়া হয়। পাশাপাশি এই চারটি স্কুলের প্রধান শিক্ষকদের হাতে খেলার নানান সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার এক দুঃস্থ মহিলার হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন।
advertisement
সীমান্ত রক্ষী বাহিনীর এই সামাজিক কর্মকাণ্ডে খুশি এলাকার মানুষজন। ওয়াকিবহাল মহলের বক্তব্য, এই সমস্ত সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এলাকার মানুষের সঙ্গে বিএসএফের যোগাযোগ আরও নিবিড় হয়ে উঠবে। যার ফলে সীমান্তে চোরাচালান ঠেকানো সহজ হবে।
মৈনাক দেবনাথ