TRENDING:

Nadia News: মদ খেয়ে ঘরে ঢুকল জামাই, রক্তাক্ত অবস্থায় পড়ে রইল শ্বশুর-শাশুড়ি! শান্তিপুরে হাড়হিম ঘটনা

Last Updated:

Nadia News: অজয় বিশ্বাস এর স্ত্রী নমিতা বিশ্বাস প্রতিবাদ করতেই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সহ শ্বশুরকে এলোপাতাড়ি কোপাতে থাকে জামাই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া: মদ্যপ অবস্থায় শ্বশুর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ স্ত্রী ও শশুরকে। জামাইয়ের রণচণ্ডী রূপ দেখে ঘর ছেড়ে পলাতক শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যরা। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার বাইগাছি পাড়া এলাকায়। জানাগেছে গতকাল রাতে শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের বিশ্বাস পাড়ার অজয় বিশ্বাস মদ্যপ অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে শান্তিপুর বাইগাছি পাড়া শ্বশুরবাড়িতে হঠাৎ চড়াও হয়, এর পরেই অকথ্য ভাষায় গালিগালাজ করে।
হাসপাতালে ভর্তি
হাসপাতালে ভর্তি
advertisement

অজয় বিশ্বাস এর স্ত্রী নমিতা বিশ্বাস প্রতিবাদ করতেই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সহ শ্বশুরকে এলোপাতাড়ি কোপাতে থাকে জামাই। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় স্ত্রী ও শ্বশুর, লুটিয়ে পড়ে থাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে। তড়িঘড়ি উদ্ধার করে তাদেরকে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসলে স্ত্রী ও শ্বশুরের শরীরের বিভিন্ন অংশে একাধিক সেলাই পড়ে।

আরও পড়ুন: সকাল থেকে জেলায় জেলায় বৃষ্টি শুরু, আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া? জানুন...

advertisement

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ। এরপর ওই মদ্যপ রণচন্ডী মূর্তিধারি জামাই অজয় বিশ্বাসকে গ্রেফতার করে। যদিও আহতরা কেমন আছে তা খতিয়ে দেখার জন্য শান্তিপুর হাসপাতালে যায় পুলিশ।

View More

আরও পড়ুন: এতকাল ধরে বিদ্যুৎ নেই রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুর গ্রামে! ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুতায়নের নির্দেশ

advertisement

স্ত্রী নমিতা বিশ্বাস বলেন শারীরিক এবং মানসিক অত্যাচার প্রায় ১৭ বছর ধরে সহ্য করে আসছি। পরিবারের মুখের দিকে তাকিয়ে প্রতিবাদ করিনি কোনওদিন। মাঝেমধ্যেই রণচন্ডী রূপ ধারণ করে মারধর করে, এইভাবে আমার বাবার বাড়িতে ঢুকে এই কান্ড ঘটাবে তা কখনও ধারণা করতে পারিনি। যদিও গুরুতর আহত স্ত্রী নমিতা বিশ্বাসের এখন একটাই দাবি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং ও যেন জেল হাজত খাটতে পারে তার ব্যবস্থা করুক পুলিশ। যদি এই ঘটনায় এখনও চোখে মুখে আতঙ্কের ছাপ স্ত্রী নমিতা বিশ্বাসের বাপের বাড়ির লোকজনেদের। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শান্তিপুর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

---মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: মদ খেয়ে ঘরে ঢুকল জামাই, রক্তাক্ত অবস্থায় পড়ে রইল শ্বশুর-শাশুড়ি! শান্তিপুরে হাড়হিম ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল