অজয় বিশ্বাস এর স্ত্রী নমিতা বিশ্বাস প্রতিবাদ করতেই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সহ শ্বশুরকে এলোপাতাড়ি কোপাতে থাকে জামাই। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় স্ত্রী ও শ্বশুর, লুটিয়ে পড়ে থাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে। তড়িঘড়ি উদ্ধার করে তাদেরকে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসলে স্ত্রী ও শ্বশুরের শরীরের বিভিন্ন অংশে একাধিক সেলাই পড়ে।
আরও পড়ুন: সকাল থেকে জেলায় জেলায় বৃষ্টি শুরু, আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া? জানুন...
advertisement
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ। এরপর ওই মদ্যপ রণচন্ডী মূর্তিধারি জামাই অজয় বিশ্বাসকে গ্রেফতার করে। যদিও আহতরা কেমন আছে তা খতিয়ে দেখার জন্য শান্তিপুর হাসপাতালে যায় পুলিশ।
স্ত্রী নমিতা বিশ্বাস বলেন শারীরিক এবং মানসিক অত্যাচার প্রায় ১৭ বছর ধরে সহ্য করে আসছি। পরিবারের মুখের দিকে তাকিয়ে প্রতিবাদ করিনি কোনওদিন। মাঝেমধ্যেই রণচন্ডী রূপ ধারণ করে মারধর করে, এইভাবে আমার বাবার বাড়িতে ঢুকে এই কান্ড ঘটাবে তা কখনও ধারণা করতে পারিনি। যদিও গুরুতর আহত স্ত্রী নমিতা বিশ্বাসের এখন একটাই দাবি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং ও যেন জেল হাজত খাটতে পারে তার ব্যবস্থা করুক পুলিশ। যদি এই ঘটনায় এখনও চোখে মুখে আতঙ্কের ছাপ স্ত্রী নমিতা বিশ্বাসের বাপের বাড়ির লোকজনেদের। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শান্তিপুর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
---মৈনাক দেবনাথ