আরও পড়ুন: দশ-দশটি ক্যামেরার প্রত্যেকটিই গেটে…? হস্টেলের ভিতরে CCTV নয় কেন? প্রশ্নের মুখে যাদবপুর
কল্যাণীর মদনপুরের মনোরমা সরকারের পরিবার এলাকায় রীতিমতো বিস্ময় তৈরি করেছে। গত দেড় বছর ধরে পরিবারটি সৌরশক্তি চালিত বিদ্যুতের উপর নির্ভরশীল। আর তাতেই স্বচ্ছন্দে আছেন মনোরমা সরকারের পরিবার। দাবি, বছর দেড়েক আগে এই সিদ্ধান্তের ফলে তাঁদের আর বিদ্যুৎ বিভ্রাট বা বিদ্যুতের বিল নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না। যদিও সৌর বিদ্যুৎ দিয়ে বাড়ির আলো-পাখা চললেও ব্যবসায়িক কাজে এখনও তাপবিদ্যুৎ প্রয়োজন বলে পরিবারটি জানিয়েছে। নিজেদেরই ব্যবসায়িক কাজে আগামী দিনে তাঁরা উচ্চ ক্ষমতা সম্পন্ন বাণিজ্যিক তাপ বিদ্যুৎ সংযোগ নিতে চান। নদিয়ার এই পরিবারটি বর্তমানে সৌর বিদ্যুতের সাহায্যেই টিউব লাইট, ফ্যান, মিক্সি মেশিন, টিভি এমনকি ফ্রিজও চালাচ্ছে।
advertisement
এই বিষয়ে স্থানীয় সোলার সিস্টেম বিক্রেতা ঝন্টু রায় বলেন, প্রাকৃতিক সম্পদ পুড়িয়ে উৎপাদিত তাপ বিদ্যুৎ আর খুব বেশিদিন থাকবে না। তাই প্রাকৃতিক উপায়ে তৈরি বিশেষত চিরাচরিত শক্তির উৎস সূর্যালোককে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আগামীদিনে প্রধান অবলম্বন হয়ে উঠবে। এর ফলে স্বল্প খরচে মানুষের চাহিদা মিটবে। অন্যদিকে প্রাকৃতিক সম্পদ বাঁচবে, যার ফলে রক্ষা পাবে মানুষ।
মৈনাক দেবনাথ