TRENDING:

Nadia News: কামাখ্যা থেকে ফেরার পথে নিখোঁজ শান্তিপুরের সাধক, অপেক্ষায় পরিবার

Last Updated:

৬৫ বছর বয়সী নন্দদুলাল কুন্ডু আজ থেকে প্রায় ৩০ বছর আগে সাধক হিসেবে কামাখ্যায় চলে যান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর: কামাখ্যা থেকে ফেরার পথে, নিখোঁজ শান্তিপুরের তন্ত্রসাধক, দীর্ঘ সময় ধরে প্রতীক্ষায় পরিবার। শান্তিপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বড়বাজার স্ট্রিট চরজিজিরার বাসিন্দা ৬৫ বছর বয়সী নন্দদুলাল কুন্ডু আজ থেকে প্রায় ৩০ বছর আগে সাধক হিসেবে কামাখ্যায় চলে যান। গঙ্গাসাগর, তারাপীঠ সহ বিভিন্ন শক্তি পিঠে তিনি থাকতেন। তবে শান্তিপুর বাড়িতে স্ত্রী পুত্র কন্যাদের সঙ্গে বছরে একবার করে দেখা করতে আসতেন।
advertisement

সম্প্রতি ছয় মাস আগে তার বয়সজনিত শরীর খারাপ সংক্রান্ত কারণে, বাড়িতে আসার উদ্দেশ্যে কামাখ্যা থেকে রওনা দেন ট্রেন পথে, তবে তার কাছে কোনও মোবাইল না থাকার কারণে পরিবারের পক্ষ থেকে কোন যোগাযোগ করতে পারেনি।

আরও পড়ুন: যেন ইন্দুবালার হোটেল! এই ক্যান্টিনে মেলে সুস্বাদু সব ঘরোয়া খাবার, খরচও নামমাত্র

advertisement

এতদিন বাদেও বাড়িতে এসে না পৌঁছানোর কারণে পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানা একটি লিখিত নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবারের করুন প্রার্থনা, সোশ্যাল মিডিয়ায় তারা ভরসা রেখেছেন। নন্দ দুলাল বাবুকে ফেরাতে পারে একমাত্র, প্রচুর সংখ্যক মানুষের দৃষ্টি আকর্ষণ।

View More

আরও পড়ুন: ‘খাবার’ আর ‘মিঠাই’ ঘুম উড়িয়েছে গোয়েন্দাদের, পঞ্চায়েত নির্বাচনে নতুন আশঙ্কা!

advertisement

উল্লেখ্য, ভারতবর্ষের কামাখ্যা মন্দির অন্যতম জনপ্রিয় একটি তীর্থস্থান হিন্দু ধর্ম অবলম্বনকারী মানুষদের। এছাড়াও কামাক্ষার মন্দিরে বহু সাধু সন্ন্যাসীরাও যান। ঠিক তেমনি আজ থেকে প্রায় ৩০ বছর আগে কামাক্ষার মন্দিরে গিয়ে সাধনা করেন ৬৫ বছর বয়সী নন্দদুলাল কুন্ডু, তবে বর্তমানে তিনি কোথায় আছেন তা নিয়ে পরিবারের রয়েছে সংশয়।

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: কামাখ্যা থেকে ফেরার পথে নিখোঁজ শান্তিপুরের সাধক, অপেক্ষায় পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল