সম্প্রতি ছয় মাস আগে তার বয়সজনিত শরীর খারাপ সংক্রান্ত কারণে, বাড়িতে আসার উদ্দেশ্যে কামাখ্যা থেকে রওনা দেন ট্রেন পথে, তবে তার কাছে কোনও মোবাইল না থাকার কারণে পরিবারের পক্ষ থেকে কোন যোগাযোগ করতে পারেনি।
আরও পড়ুন: যেন ইন্দুবালার হোটেল! এই ক্যান্টিনে মেলে সুস্বাদু সব ঘরোয়া খাবার, খরচও নামমাত্র
advertisement
এতদিন বাদেও বাড়িতে এসে না পৌঁছানোর কারণে পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানা একটি লিখিত নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবারের করুন প্রার্থনা, সোশ্যাল মিডিয়ায় তারা ভরসা রেখেছেন। নন্দ দুলাল বাবুকে ফেরাতে পারে একমাত্র, প্রচুর সংখ্যক মানুষের দৃষ্টি আকর্ষণ।
আরও পড়ুন: ‘খাবার’ আর ‘মিঠাই’ ঘুম উড়িয়েছে গোয়েন্দাদের, পঞ্চায়েত নির্বাচনে নতুন আশঙ্কা!
উল্লেখ্য, ভারতবর্ষের কামাখ্যা মন্দির অন্যতম জনপ্রিয় একটি তীর্থস্থান হিন্দু ধর্ম অবলম্বনকারী মানুষদের। এছাড়াও কামাক্ষার মন্দিরে বহু সাধু সন্ন্যাসীরাও যান। ঠিক তেমনি আজ থেকে প্রায় ৩০ বছর আগে কামাক্ষার মন্দিরে গিয়ে সাধনা করেন ৬৫ বছর বয়সী নন্দদুলাল কুন্ডু, তবে বর্তমানে তিনি কোথায় আছেন তা নিয়ে পরিবারের রয়েছে সংশয়।
মৈনাক দেবনাথ