সূত্রের খবর, গত তিন দিন আগে মহারাষ্ট্রের শনি বাজারের একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। জানা গেছে, ওই দোকানের চুরির ঘটনায় শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের গাইন পাড়া এলাকার মোকাব্বর মন্ডল নামে এক যুবক মূল অভিযুক্ত। জানা যায় ওই যুবক ওই সোনার দোকানে কর্মরত ছিল। এই চুরির ঘটনা ঘটার পর থেকেই ওই যুবক পলাতক ছিল।
advertisement
আরও পড়ুনঃ রাস্তার উপরে পাঁচিল তোলাকে কেন্দ্র করে শিশু সহ পরিবারের ওপর আক্রমনের অভিযোগ
এরপর থেকেই মহারাষ্ট্র পুলিশ ওই যুবকের খোঁজে গতকাল শান্তিপুরে এসে পৌঁছায়, এরপর শান্তিপুর থানার পুলিশ ও মহারাষ্ট্র থানার পুলিশের যৌথ উদ্যোগে ওই যুবক গ্রেপ্তার হয়। শুক্রবার ধৃত যুবককে রানাঘাট বিচারবিভাগীয় আদালতে নিয়ে যায় মহারাষ্ট্র পুলিশ ও শান্তিপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ ট্রেনেই ভুল করে ল্যাপটপ ফেলে গেলেন যুবক! কয়েক ঘণ্টার মধ্যে ঘটে গেল চমৎকার!
সূত্রের খবর বিচারপতির কাছে ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে মহারাষ্ট্র পুলিশ। এরপরই তদন্তের স্বার্থে ওই যুবককে নিয়ে যাওয়া হবে মহারাষ্ট্রে। পুলিশ সূত্রে খবর, প্রায় ৩৫০ গ্রাম সোনা চুরি হয়। যার বাজার মূল্য দর প্রায় ২৩ লক্ষ টাকা।
Mainak Debnath