TRENDING:

Nadia: মহারাষ্ট্র থেকে ২৩ লক্ষ টাকার সোনা চুরির অভিযোগে গ্রেফতার শান্তিপুরের যুবক

Last Updated:

জেলা তথা গোটা রাজ্য থেকেই ভিন রাজ্যে কর্মসূত্রে থাকেন একাধিক ব্যক্তিরা। এদের মধ্যে অনেকেই ভিন রাজ্যে নানান কর্মের সঙ্গে যুক্ত। পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য এরা পরিবার নিজের বাড়ি আত্মীয়-স্বজন ছেড়ে দিনের-পর-দিন থাকেন বহুদূরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: জেলা তথা গোটা রাজ্য থেকেই ভিন রাজ্যে কর্মসূত্রে থাকেন একাধিক ব্যক্তিরা। এদের মধ্যে অনেকেই ভিন রাজ্যে নানান কর্মের সঙ্গে যুক্ত। পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য এরা পরিবার নিজের বাড়ি আত্মীয়-স্বজন ছেড়ে দিনের-পর-দিন থাকেন বহুদূরে। লকডাউন এর সময় এদের কঠোর পরিশ্রম ও করুন কাহিনীর কথা উঠে এসেছিল একাধিকবার। যেভাবে একাধিক পরিযায়ী শ্রমিক সড়ক পথে রওনা দিয়েছিলেন নিজের বাড়ির উদ্দেশ্যে তা দেখে চোখের জল ফেলেছিল অনেকেই। তবে এবার এক পরিযায়ী শ্রমিকই ভিন রাজ্যে গিয়ে অভিযুক্ত হল প্রায় ২৩ লক্ষ টাকার সোনার গহনা চুরিতে। ঘটনাটি জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে হতবাক অভিযুক্ত যুবকের পরিবারসহ আত্মীয়-স্বজনেরাও। ঘটনার বিবরণে জানা যায়, ভিন রাজ্যের সোনার দোকান থেকে প্রায় ২৩ লক্ষ টাকার সোনার গয়না চুরি করার অভিযোগে গ্রেফতার শান্তিপুরের এক যুবক।
advertisement

সূত্রের খবর, গত তিন দিন আগে মহারাষ্ট্রের শনি বাজারের একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। জানা গেছে, ওই দোকানের চুরির ঘটনায় শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের গাইন পাড়া এলাকার মোকাব্বর মন্ডল নামে এক যুবক মূল অভিযুক্ত। জানা যায় ওই যুবক ওই সোনার দোকানে কর্মরত ছিল। এই চুরির ঘটনা ঘটার পর থেকেই ওই যুবক পলাতক ছিল।

advertisement

আরও পড়ুনঃ রাস্তার উপরে পাঁচিল তোলাকে কেন্দ্র করে শিশু সহ পরিবারের ওপর আক্রমনের অভিযোগ

এরপর থেকেই মহারাষ্ট্র পুলিশ ওই যুবকের খোঁজে গতকাল শান্তিপুরে এসে পৌঁছায়, এরপর শান্তিপুর থানার পুলিশ ও মহারাষ্ট্র থানার পুলিশের যৌথ উদ্যোগে ওই যুবক গ্রেপ্তার হয়। শুক্রবার ধৃত যুবককে রানাঘাট বিচারবিভাগীয় আদালতে নিয়ে যায় মহারাষ্ট্র পুলিশ ও শান্তিপুর থানার পুলিশ।

advertisement

View More

আরও পড়ুনঃ ট্রেনেই ভুল করে ল্যাপটপ ফেলে গেলেন যুবক! কয়েক ঘণ্টার মধ্যে ঘটে গেল চমৎকার!

সূত্রের খবর বিচারপতির কাছে ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে মহারাষ্ট্র পুলিশ। এরপরই তদন্তের স্বার্থে ওই যুবককে নিয়ে যাওয়া হবে মহারাষ্ট্রে। পুলিশ সূত্রে খবর, প্রায় ৩৫০ গ্রাম সোনা চুরি হয়। যার বাজার মূল্য দর প্রায় ২৩ লক্ষ টাকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: মহারাষ্ট্র থেকে ২৩ লক্ষ টাকার সোনা চুরির অভিযোগে গ্রেফতার শান্তিপুরের যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল