এবারেও সেই দৃশ্যই দেখা গেল নদিয়ার শান্তিপুরের রামনগর চর পুরাতন পাড়া এলাকায়। উল্লেখ্য, স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডা ১৮৭৫ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর রাঁচি অঞ্চলের এক আদিবাসী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। স্বাধীনতা সংগ্রামী ছাড়াও তিনি ছিলেন আদিবাসী সমাজের একজন সংস্কারক। ব্রিটিশ সাম্রাজ্যের অত্যাচার এবং ব্যভিচারের বিরুদ্ধে তিনি আদিবাসী সমাজকে সংগঠিত করেছিলেন। বিদ্রোহীদের কাছে তিনি হয়ে উঠেছিলেন ভগবান।
advertisement
আরও পড়ুনঃ দুঃস্থ শিশুদের বিনামূল্যে সপ্তাহের চার দিন দুধ বিস্কুট বিতরণ
বিরসা মুন্ডা ব্রিটিশদের বিরুদ্ধে আদিবাসীদের সংগঠিত করে আন্দোলন করার পরিপ্রেক্ষিতে তাকে ব্রিটিশরা গ্রেফতার করে। তার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় শতাধিক আদিবাসীকে। বিচারে তাকে ফাঁসির সাজা দেওয়া হয়। তবে ফাঁসির আগেই তার কলেরা রোগে ১৯০০ খ্রিস্টাব্দের ৯ জুন মৃত্যু হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই মহান স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন পালন উপলক্ষে গত কয়েক বছর ধরেই ধুমধাম করে অনুষ্ঠান করা হচ্ছে এবং সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে।
Mainak Debnath