আর সেই শাড়ি কিনতে ভিড় লক্ষ্য করা গেল মাজদিয়ার একাধিক শাড়ির দোকানে। গত দু'বছর লকডাউনের কারণে জামাইষষ্ঠী পালন করা হয়নি সেই অর্থে। সেই কারণে শাড়ির বাজারও ছিল জামাই ষষ্ঠীর সময় মন্দা। তবে এ বছর জামাই ষষ্ঠী উপলক্ষে ফুলে-ফেঁপে উঠেছে শাড়ির বাজার। সেই কারণে খুশি ক্রেতারা থেকে শুরু করে বিক্রেতারাও।
আরও পড়ুনঃ জামাইষষ্ঠীর আগে বাজারে মাছের দামে আগুন
advertisement
উল্লেখ্য, জামাইয়ের কপালে মা ষষ্ঠীর ফোটা এবং হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দিয়ে মেয়ে ও জামাইয়ের কল্যাণ কামনা করেন শাশুড়ি। জামাইয়ের কপালে তেল হলুদের ফোটা দিয়ে তালপাতার পাখা দিয়ে খাওয়া দেওয়া হয় জামাইকে।
আরও পড়ুনঃ সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ব্যাটারি চালিত সাইকেল বানিয়ে তাক লাগালেন বগুলার যুবক!
এরপর বসিয়ে খাওয়ানো হয় একাধিক সুস্বাদু পদ। শাশুড়ি মায়ের অতিথি আপ্যায়নে খুশি হয় সাধারণত জামাইয়েরা বিশেষ করে শাড়ি উপহার দিয়ে থাকেন। আর সেই শাড়ি কিনতে ভিড় লক্ষ্য করা গেল মাজদিয়ার একাধিক দোকানে।
Mainak Debnath





