রবিবার বিকেলে মন্দির প্রাঙ্গনে অখিলেশকে স্বাগত জানান ইসকন কর্তৃপক্ষ। মন্দিরের সন্ধ্যারতিতে অংশ নেন। যথাবিধ নিয়ম মেনেই তাঁকে আপ্যায়ন করা হয়।
আরও পড়ুন: জমি দিয়েও মেলেনি পর্যাপ্ত ক্ষতিপূরণ! রাজ্যে ফের কৃষক আন্দোলনের হুঁশিয়ারি
মূলত উত্তরপ্রদেশ কেন্দ্রিক দল হলেও ২৪ এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে দেশের বিভিন্ন রাজ্যে সংগঠনের বিস্তার ঘটাতে চাইছে সমাজবাদী পার্টি। বিজেপির পাশাপাশি কংগ্রেসের থেকে সম দূরত্ব বজায় রেখে চলতে চায় তারা। মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লোকসভা নির্বাচনে তৃতীয় ফ্রন্ট তৈরি করতে পারেন অখিলেশ। এবারের কলকাতা শহরে এসে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে তাঁদের মধ্যে বৈঠক হয়। কলকাতায় এসে ইডি-সিবিআই'র অতি সক্রিয়তা নিয়েও সরব হন তিনি। দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতারির নিন্দা করেন।
advertisement
এদিকে মায়াপুরে গিয়ে রাজনৈতিক মন্তব্য করতে অস্বীকার করেন অখিলেশ যাদব। বলেন, শুধুমাত্র শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রীকৃষ্ণ ভগবান দর্শন করে আশীর্বাদ নিতে এসেছেন। মায়াপুরে এসে সস্ত্রীক প্রথমে চন্দ্রদ্বয় মন্দির দর্শন করার পর সমাধি মন্দিরে যান অখিলেশ। এরপর সন্ধ্যারতি দর্শন করে ফের কলকাতায় ফিরে যান
মৈনাক দেবনাথ