দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্তের সমাগম ছিল মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গনে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর অনুযায়ী জন্মাষ্টমীর থেকেও বেশি দর্শনার্থীদের আগমন হয়েছে রাধাষ্টমীর দিনে। তার প্রধান কারণ রাধাষ্টমী রবিবার তথা ছুটির দিন হওয়ায় ভক্ত ও দর্শনার্থীদের ভিড় ছিল তুলনামূলকভাবে বেশি। এছাড়াও নানাবিধ ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদিনব্যাপী পালিত হবে রাধাষ্টমীর অনুষ্ঠান। অনুষ্ঠানটি চলবে রাত দশটা টা পর্যন্ত।
advertisement
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বাড়তি অনুদানের ফলে খুশি জেলার ব্যবসায়ীরা
রাধাষ্টমী অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে হাজার হাজার দর্শকবৃন্দের সমাগম ঘটেছে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গনে। দূর দুরান্ত থেকে আগত ভক্তবৃন্দদের মধ্যে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করার ব্যবস্থা রয়েছে ইসকনের পক্ষ থেকে বলে এই দিন জানান মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ। সুতরাং বলা যেতে পারে দীর্ঘ দুই বছর পর আবারও স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে মায়াপুর ইসকন মন্দির।
Mainak Debnath