TRENDING:

Nadia News | Raas Purnima 2022: ঘরে বসেই ভিডিওতে দেখুন শান্তিপুরের ভাঙা রাস! হাজার হাজার মানুষের ভিড়!

Last Updated:

Raas Purnima 2022: শান্তিপুরের ভাঙা রাস গোটা রাজ্যের কাছে জনপ্রিয়। হাজার হাজার মানুষ ভিড় জমান এই দিন। দেখে নিন সেই ভাঙা রাসের বিশেষ ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শান্তিপুর: শাক্ত ও বৈষ্ণবের মেলবন্ধনকেই বলা হয় রাস উৎসব। নদীয়ার নবদ্বীপে রাস উৎসব পালন করা হয় যেমন শাক্ত মতে, ঠিক তেমনি শান্তিপুরের রাস উৎসব পালন করা হয় বৈষ্ণব মতে। সেই কারণেই রাস উৎসবকে বলা হয় শাক্ত ও বৈষ্ণবের মেলবন্ধন। নবদ্বীপে যেমন একাধিক দেব-দেবতাকে রাস উৎসবে পূজা করা হয় ভক্তি ও নিষ্ঠা সহকারে। ঠিক তেমনি শান্তিপুরে ও পালন করা হয় শ্রীকৃষ্ণের রাসযাত্রা। তবে শান্তিপুরের রাসযাত্রা থেকেও শান্তিপুরের অতি বিখ্যাত হল ভাঙা রাস।
advertisement

প্রত্যেক বছরই সাড়ম্বরের সাথে পালন করা হয় শান্তিপুরের ভাঙা রাস। রাসের পরেই সাধারণত ভাঙা রাস উৎসব পালন করা হয়ে থাকে শান্তিপুরে। এদিন বিভিন্ন পূজা মণ্ডপের সদস্যেরা শান্তিপুরের রাজপথে শোভাযাত্রায় বেরিয়ে পড়েন। নানান রকম সুসজ্জিত গাড়িতে করে আলোর রোশনাইতে সাজানো হয়ে থাকে বিভিন্ন প্রতিমা ও মূর্তি। যা দেখতে লাগে অতি মনোরম। শান্তিপুরের এই ভাঙা রাস দেখতে বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান প্রত্যেক বছরেই। ঠিক তেমনি এ বছরেও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গিয়েছিল শান্তিপুরের রাজপথে।

advertisement

আরও পড়ুন:  চতুর্মুখী শিবের পঞ্চম মুখটি কার? জাগ্রত 'বাবা পঞ্চমুখী ধাম'-এর অলৌকিক কাহিনি জানুন

উল্লেখ্য এ বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নদিয়া সফরের মাঝেই শান্তিপুরের রাস দেখতে তিনি গিয়েছেন শান্তিপুরের বিখ্যাত গোস্বামী বাড়িতে। ওই দিন করা নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছিল গোটা শান্তিপুর শহরকে। প্রসঙ্গত করোনা মহামারীর জন্য গত দুবছর সেই অর্থে জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়নি কোনও উৎসবই। তবে করোনার প্রকোভ কেটে গিয়েছে তার সাথে সাথে আবারো পুরনো ছন্দে ফিরে এসেছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News | Raas Purnima 2022: ঘরে বসেই ভিডিওতে দেখুন শান্তিপুরের ভাঙা রাস! হাজার হাজার মানুষের ভিড়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল