হাতে গোনা কয়েকদিন বাকি দুর্গাপুজোর, সেই কারণে চরম ব্যস্ততা কৃষ্ণনগর ঘূর্ণির মৃৎ শিল্পীদের। কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে দু কিলোমিটার গেলেই কৃষ্ণনগর ঘূর্ণির পুতুল পট্টি। এই পুতুল পট্টি এলাকাতেই আছে কৃষ্ণনগরের একাধিক বিখ্যাত মৃৎশিল্পী।
আরও পড়ুন: রিতেশ দেশমুখের প্রথম ওটিটি! তামান্না ভাটিয়ার সঙ্গে নেটফ্লিক্সে পা রাখছেন অভিনেতা
কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকাটি মাটির পুতুল ও প্রতিমার জন্য সারা বিশ্বে বিখ্যাত। ঘূর্ণি থেকে প্রতিমা প্রতিবছরই পাড়ি দেয় বিদেশে। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছেনা। যদিও গত দু'বছর করোনা ও লকডাউনের কারণে সেই অর্থে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা করা হয়নি বলে মৃৎশিল্পীদেরও প্রতিমার বায়না কম ছিল। তবে এ বছর চিত্রটা অনেকটাই বদলেছে। তাঁরা আশা করছেন আগের মতো করোনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ না করলে এবারে দুর্গাপুজো হবে স্বাভাবিকভাবেই। যথারীতি দেশ এবং বিদেশের থেকে ঠাকুরের বায়না পেতে শুরু করেছেন মৃৎশিল্পীরা। সেই কারণেই চরম ব্যস্ততার মধ্যে বর্তমানে দিন কাটছে তাঁদের।
advertisement
আরও পড়ুন: দুই ডন নিয়ে ডন ৩! ফের বড় পর্দায় একসঙ্গে বিগ বি-শাহরুখ জুটির জল্পনা
কৃষ্ণনগরের ঘূর্ণিতে এদিন একাধিক মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে খুশির সংবাদ। দেশ তথা দেশের বাইরে বিদেশেও একাধিক দুর্গা প্রতিমা পাড়ি দিতে চলেছে এবারের দুর্গাপুজোয়। বিশেষত ফাইবারের তৈরি ছোট্ট দুর্গা প্রতিমা যেতে চলেছে জাপান, সুইডেন ইত্যাদি বিভিন্ন দেশে। ইতিমধ্যেই কিছু প্রতিমা তৈরি হয়ে তা যথারীতি পাঠানোর ব্যবস্থা করা হয়ে গেছে। কিছু প্রতিমা এখনও তৈরীর কাজ চলছে। সব মিলিয়ে চরম ব্যস্ততার মধ্যে কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা।
Mainak Debnath