দুই ডন নিয়ে ডন ৩! ফের বড় পর্দায় একসঙ্গে বিগ বি-শাহরুখ জুটির জল্পনা

Last Updated:

Shah Rukh Khan Amitabh Bachchan : ডন ৩-এ সিনিয়র ডন, মিস্টার বচ্চন এবং তাঁর উত্তরসূরি শাহরুখকে পুনরায় একত্রিত করার চেষ্টা করা হয়েছে

#মুম্বই: বলিউডের 'কিং খান'-এর হাতে এখন একাধিক কাজ। দম ফেলার সময় নেই অভিনেতা শাহরুখ খানের। তাঁর হাতে একের পর এক রয়েছে 'জাওয়ান', 'পাঠান', 'ডাঙ্কি'। শেষের এই ছবিগুলো তৈরির সময়েই আরও অনেক স্ক্রিপ্ট এসে গিয়েছে তার মধ্য়েই।
শেষ ছবি 'জিরো' মুখ থুবড়ে পড়ার পর থেকেই অভিনেতা ছবি পছন্দ করার বিষয়ে ভীষণ যত্নশীল হয়ে উঠেছেন। একাধিক স্ক্রিপ্ট পাওয়ার মধ্যেই একটা স্ক্রিপ্ট এসেছে ডন ৩-এর। অভিনেতা বলেছেন তিনি একটু সময় চেয়েছেন।
জানা গিয়েছে যে শাহরুখ ডন ৩ হাতে নেওয়ার আগে চিত্রনাট্য সম্পর্কে খুব নিশ্চিত হতে চান। যেহেতু ছবিটি সবচেয়ে প্রত্যাশিত সিক্যুয়ালগুলির মধ্যে একটি, তাই শাহরুখ প্রজেক্টে সাইন করার আগে স্টোরিলাইন সম্পর্কে সতর্ক থাকতে চান। এটি এমন নয় যে তিনি স্ক্রিপ্টটি পছন্দ করেননি, তিনি কেবল 'পুরোপুরি বিশ্বাসী নন'।
advertisement
advertisement
যেহেতু, ডন তাঁর সবচেয়ে আইকনিক সিনেমাগুলির মধ্যে একটি সে একই বিষয়ে পুনর্বিবেচনা করবে। বক্স অফিসের দৃশ্যপট এই মুহুর্তে শিল্পে খুব একটা স্বাস্থ্যকর নয় এবং তাই স্ক্রিপ্টের প্রতি সম্পূর্ণ আত্মবিশ্বাসী হলে তিনি এই চরিত্রে পা রাখতে চান।
advertisement
ফারহান আখতারও রয়েছে এই চরিত্রের তালিকায়। কয়েক মাস আগে বিগ বি তাঁর ১৯৭৮-এ মুক্তিপ্রাপ্ত ডন সিনেমার পরে একটি প্রেক্ষাগৃহের বাইরে ভিড়ের একটি ছবি শেয়ার করেন। তারপরেই গুজব ছড়িয়ে পড়ে। এমনকি তিনি শাহরুখের সঙ্গে তাঁর একটি ছবিও শেয়ার করেছিলেন।
advertisement
প্রযোজক এক্সেল এন্টারটেইনমেন্ট প্রকৃতপক্ষে ডন এবং ডন ২-এর সিক্যুয়েলের পরিকল্পনা করছে। ডন ৩-এ সিনিয়র ডন, মিস্টার বচ্চন এবং তাঁর উত্তরসূরি শাহরুখকে পুনরায় একত্রিত করার চেষ্টা করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দুই ডন নিয়ে ডন ৩! ফের বড় পর্দায় একসঙ্গে বিগ বি-শাহরুখ জুটির জল্পনা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement