সাক্ষাৎ যেন ভগবান! নিউ জার্সির এক ভক্ত বাড়িতেই তৈরি করলেন অমিতাভ বচ্চনের মূর্তি
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Amitabh Bachchan : সম্প্রতি নিউ জার্সির এক ইন্দো-আমেরিকান পরিবার তাঁর বাড়িতেই বানিয়ে ফেলেছেন অমিতাভ বচ্চনের গোটা একটা মূর্তি
#নিউ জার্সি: অমিতাভ বচ্চন! সারা পৃথিবী জুড়ে তাঁর ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। সম্প্রতি নিউ জার্সির এক ইন্দো-আমেরিকান পরিবার তাঁর বাড়িতেই বানিয়ে ফেলেছেন অমিতাভ বচ্চনের গোটা একটা মূর্তি। মূর্তি স্থাপনে খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় ৬০ লক্ষ টাকা। তিনি "বিগ বি একস্টেন্ডেড গ্রুপ"-নামের একটি ওয়েবসাইট চালান। ১৯৯০-এ গুজরাট থেকে আমেরিকায় গিয়ে বসবাস করেন শুরু করেন পরিবারের সঙ্গে। তাঁদের নিজেদের ট্যুইটার হ্যান্ডেলেই পোস্ট করেছেন সেই ছবি।
👆🏻👆🏻On Saturday august 27th we have placed @SrBachchan statue 👆🏻👆🏻👆🏻👆🏻at outside in the front of our new home in edison NJ USA . Lots of Mr Bachchan’s fan’s participated on Mr Bachchan’s staue inoguration ceremony. pic.twitter.com/O3RklFS5eZ
— Gopi EFamily (@GopiSheth) August 28, 2022
advertisement
advertisement
ট্যুইটারে ছবি শেয়ার করেন তিনি। গোপি শেঠ ক্যাপশনে লিখেছেন, "শনিবার, ২৭ অগাস্ট আমরা এডিসন এনজে ইউএসএ-এর আমাদের নতুন বাড়ির সামনে অমিতাভ বচ্চনের মূর্তি স্থাপন করেছি। মিঃ বচ্চনের অনেক ভক্ত মিঃ বচ্চনের মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।" ৬০০ ভক্ত উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।
advertisement
সংবাদমাধ্যমকে গোপি জানিয়েছেন, "আমি এবং আমার স্ত্রী'র জন্য তিনি কোনও অংশেই ভগবানের চেয়ে কম নন। সবচেয়ে বড় বিষয় হল, তাঁর কাজের জীবনই নয়, তাঁর বাস্তব জীবনও... এবং কীভাবে তিনি জনসমক্ষে নিজেকে পরিচালনা করেন... তা আমাকে অনুপ্রাণিত করে। তিনি খুবই ডাউন-টু-আর্থ। তিনি তাঁর ভক্তদের যত্ন নেন। তিনি অন্য অনেক তারকার মতো নন। এই কারণেই আমি ভেবেছিলাম আমার বাড়ির বাইরে তাঁর একটা আলাদাভাবে মর্যাদা থাকা উচিত।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2022 4:17 PM IST