নগ্ন ফটোশ্য়ুট নিয়ে জেরবার রণবীর! চেম্বুর থানায় জিজ্ঞাসাবাদ অভিনেতাকে

Last Updated:

Ranveer Singh : সোমবার, ২৯ অগাস্ট সকাল ৭টায় অভিনেতা ইনভেস্টিগেশন অফিসার আসার আগেই পৌঁছে যান

#মুম্বই: রণবীর সিং নগ্ন ফটোশ্যুটের ছবি শেয়ার করার পর থেকেই সাড়া দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। একাংশের অভিযোগ, রণবীরের নিতম্ব এখন জাতীয় ইস্যু। পেপার ম্যাগাজিনের ফটোশ্যুটের বিতর্কিত পোস্ট ঘিরে নেটপাড়ায় পড়েছে শোরগোল। ভেদিকা চৌবে নামে এক যুবতী রণবীর সিংয়ের এই নগ্ন ফটোশ্যুটের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন (Ranveer Singh Nude Photoshoot)। গত মাসে মুম্বই পুলিশের কাছে হাজির হওয়ার জন্য দুই সপ্তাহের সময় চেয়েছিলেন অভিনেতা।
সোমবার, ২৯ অগাস্ট সকাল ৭টায় ইনভেস্টিগেশন অফিসার আসার আগেই পৌঁছে যান রণবীর। জিজ্ঞাসাবাদ শেষ করে ৯.৩০ নাগাদ চেম্বুর থানা থেকে অভিনেতাকে বেরিয়ে আসতে দেখা যায়। তবে অভিনেতাকে ফের ডাকা হতে পারে বলেই জানা যাচ্ছে এখনও।
advertisement
অভিনেতার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা হল, "সাধারণভাবে নারীদের অনুভূতিতে আঘাত করেছে তাঁর ছবি। তাঁর নগ্ন ছবির মাধ্যমে মহিলাদের শালীনতাকে অপমান করা হয়েছে।"
advertisement
অভিযোগের ভিত্তিতে, পুলিশ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা যেমন ২৯২ (অশ্লীল বই বিক্রি ইত্যাদি), ২৯৩ (তরুণদের কাছে অশ্লীল জিনিস বিক্রি), ৫০৯ (বক্তব্য, অঙ্গভঙ্গি বা কাজ করার উদ্দেশ্যে) এর অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, যখন জনসাধারণ তাঁর দিকে আঙ্গুল তুলছেন, তখন তাঁর বন্ধুরা এবং বলিউডের সমকক্ষরা অভিনেতার পক্ষে সমর্থন জানিয়েছেন। আলিয়া ভাট, করণ জোহর, বিদ্যা বালান, টুইঙ্কেল খান্না, স্বরা ভাস্কর, পূজা বেদি, রাম গোপাল ভার্মা এবং অন্যান্যের মতো সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়ায় অভিনেতার সমর্থনে এগিয়ে এসেছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
নগ্ন ফটোশ্য়ুট নিয়ে জেরবার রণবীর! চেম্বুর থানায় জিজ্ঞাসাবাদ অভিনেতাকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement